গ্রস্থের আভাস } == (), -----. এডুকেশন গেজেটে ও শিক্ষা দর্পণে পূজ্যপাদ ৮ ভূদেব মুখোপাধ্যায় মহাশয়ের অনেক প্রবন্ধ প্রকাশিত হইয়াছিল। তন্মধ্যে সংস্কৃত নাটক সমালোচনা সম্বন্ধীয় প্রবন্ধগুলি বিবিধ প্রবন্ধ প্রথম ভাগে প্রকাশিত হইয়াছে । অপর প্রবন্ধের কিছু এই দ্বিতীয় ভাগে প্রকাশিত হইল । পুরাবৃত্তসারের প্রথমাংশও সাধারণ পাঠকের উপযোগী বলিয়া ইহারই প্রথম অধ্যায়ে সন্নিবেশিত করা গেল। সামাজিক প্রবন্ধ ছাপা হইবার অনেক পূৰ্ব্বে সমাজসম্বে কতকগুলি প্রবন্ধ লিখিয়াছিলেন কিন্তু কোথাও ছাপানু নাই। উহা তাহার দেহত্যাগের পর এডুকেশন গেজেটে মুদ্রিত হয়। ঐ প্রবন্ধগুলির সহিত সামাজিক প্রবন্ধে প্রকাশিত অনেক বিষয়ের মিল আছে বটে কিন্তু কোন কোন বিষয় একটু বিশদভাবেও বর্ণিত থাকায় সে প্রবন্ধগুলিরও কতক ইহাতে সন্নিবেশিত করা হইয়াছে। তন্ত্র সম্বন্ধে বিস্তারিতভাr- কতকগুলি প্রবন্ধ লিখিবার কল্পনায় যাহা একসময়ে টুকিয়া রাখিয়াস্থলেন মাত্র, সাধারণে প্রকাশ করিবার উপযোগী করিয়া রাখিয়া যাইতে পারেন নাই, অসম্পূর্ণ হই'লেও তাহাতে তন্ত্রের শিক্ষা প্রণালী সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ এবং উহার সভক্তিক অনুশীলন সম্বন্ধে সাহায্য হইতে পারে মনে করিপ্পা তৃতীয় অধ্যায়ে প্রকাশ, কবা হইল । ফাল্গুন ১৩১১ ৷ প্রকাশক
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।