পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিবিধ প্রবন্ধ । এক প্রকার সমাজসম্বদ্ধ হইয়াছিল, সুতরাং তাহার পূৰ্ব্বেই ভাষা সৃষ্টির আরম্ভ হইয়া থাকিবে । ইহার পরবর্তী কোন সময়ে যে সকল আবাস নিৰ্ম্মিত হইয়াছিল, তাহাদিগের প্রকৃতি পূৰ্ব্ব হইতে কিঞ্চিৎ ভিন্ন। তখনও মনুষ্যেরা গৰ্ত্তের ভিতর বাস করিত, কিন্তু তখন গৰ্ত্ত খনন করিয়া তাহার মুখ একেবারে বদ্ধ করিত না, উহার চতুর্দিকে বৃহৎ বৃহৎ প্রস্তর বসাইয়৷ তদুপরিভাগে একপ্রকার ছাদ প্রস্তুত করিত। সুতরাং গর্ভে গমনাগমনের পথও পূৰ্ব্বাপেক্ষ প্রশস্ত থাকিত। এই সকল গর্তের ভিতর যেমন পুৰ্ব্ববৎ অস্থি ও প্রস্তরবিনিৰ্ম্মিত অস্ত্ৰ শস্ত্র পাওয়া যায়, তেমনি পিত্তলনিৰ্ম্মিত অস্ত্ৰ শস্ত্রও দৃষ্ট হুইয়া থাকে। অতএব বিলক্ষণ প্রতীতি হয় যে, তখনকার লোকের কোন কোন ধাতুর ব্যবহার শিখিয়াছিল। বোধ হয়, ইহার অত্যন্ত্র কাল মধ্যে মনুষ্যদিগের মনে হিংস্র পশুর ভয় অনেক খৰ্ব্ব হইয়া গিয়াছিল। তাহারা আর গর্তে বাস না করিয়া বাহিরে কুটারাদি নিৰ্ম্মাণ করিতে লাগিল। তখনকার যে সকল আবাস স্থানের বা দেবালয়ের ভগ্নাবশেষ অদ্যাপি বৰ্ত্তমান আছে, তদর্শনে বোধ হয় যে, সে সময়ের লোকের লৌহের ব্যবহার অবগত হইয়াছিল । সকল জাতীয় লোককেই ক্রমে ক্রমে প্রথমোক্ত দুইটী অবস্থা উত্তীর্ণ হইয়। তৃতীয় অবস্থা প্রাপ্ত হইতে হয়। তবে বিশেষ এই যে, যে দেশের জল বায়ু ভাল এবং ভূমি উর্বরা তথায় অপেক্ষাকৃত অল্পকালের মধ্যেই বৰ্ব্বরদশ শেষ হইয়া সভ্যাবস্থা প্রবৃত্ত হইতে পারে। বিশেষতঃ যদি সেই দেশ পৃথিবীর এমত স্থলে অবস্থিত হয় যে, তাহাতে বৈদেশিক লোকের সহজে গমনাগমন হইতে পারে, তাহা হইলে বিভিন্ন জাতীয় লোকের পরস্পর পরিচয়দ্বারা অতি শীঘ্রই নানা বিষয়ের জ্ঞান জন্মে। সুতরাং সেই দেশ সৰ্ব্বাপেক্ষ অগ্ৰেই সুসভ্য হয় । আসিয়া খণ্ডের যে ভাগ হইতে অন্ত সকল দেশে মনুষ্যসঞ্চার হইবার কথা প্রসিদ্ধ আছে, সেই ভাগ উক্ত সমুদয় লক্ষণাক্রান্ত । অতএব তত্ৰতা লোকেরা যে প্রথমেই সভ্য পদবীতে অধিরূঢ় হইবে, তাহা সম্ভবপর। আসিরিয়া, বেবিলন, পারস্ত, মিশর, নিউবিয়া এবং তৎসমীপবৰ্ত্তী সকল দেশে যে সমস্ত প্রাচীন প্রাসাদের ভগ্নাবশেষ দৃষ্ট হইয়াছে, সে সকলই অতি আশ্চৰ্য্য এবং মনোহর। তাহাদিগের কাহাতেও পূৰ্ব্বোক্তরূপ শিলা বা পিত্তল ঘটিত অস্ত্ৰ শস্ত্রাদির চিকু দৃষ্ট হয় না । কিন্তু তাহাতেও নিৰ্ম্মাতৃগণের বিভিন্ন প্রকৃতি, বিদ্যা, বুদ্ধি, ধৰ্ম্মজ্ঞান, অতি স্পষ্টরূপেই প্রতীত হয়।