পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se বিবিধ প্রবন্ধ । দিগের সময় হইতেই পিত্তলযুগের পরবর্তী যে লৌহযুগ তাহার আবির্ভাব হইয়াছিল, এমন বলা যাইতে পারে। বস্তুতঃ ঐ লৌহযুগ এখনও চলিতেছে। লৌহের অপেক্ষ মসুয্যের অধিকতর প্রয়োজনোপযোগী অপর কোন ধাতু এখনও আবিস্কত হয় নাই । স্বর্ণ, রৌপ্য প্রভুতি অধিকতর মূল্যবান ধাতু পিস্তলযুগের পূর্ব হইতেই আবিষ্কৃত হইয়াছিল। কিন্তু ঐ সকল ধাতু শোভাসম্বৰ্দ্ধনের এবং ধল সঞ্চয়ের যেমন উপযোগী, মনুষ্যের অপর কোন সাক্ষাৎ প্রয়োজন সাধনে তাদৃশ উপযোগী নহে। ঐ প্রকার ধাতুর আবিষ্কার প্রাকৃতিক শক্তির উপর মন্থয্যের প্রভুত সস্বৰ্দ্ধনের হেতুভূত হইয়া যুগভেদের প্রবর্তন করিতে পারে মা । বিজ্ঞানবিৎ নব্য পণ্ডিতদিগের এই যুগ পর্য্যায়ের বিবরণ হইতে বুঝা যায় যে, মকুন্মের আদিম অবস্থা অতি অপকৃষ্ট—সেই অবস্থা হইতে মনুষ্যের ক্রমে ক্রমে যেমন কাষ্ঠময় লগুড়াদি হইতে কঠিনতর প্রস্তর, প্রস্তর হইতে তাম্র, তাম হইতে পিত্তল এবং পিত্তল হইতে লৌহের ব্যবহার দ্বারা উৎকৃষ্ট অস্ত্র ও ষস্থাদি প্রস্তুত করিতে শিখিয়াছে, তেমনি সৰ্ব্ব বিষয়েই আপনাদিগের অবস্থার উন্নতি সাধন করিয়াছে । নান। দেশে বিশেষতঃ ইউরোপ এবং আমেরিক খণ্ডে, নব্য পণ্ডিতের সুগভীর ভূগর্ভ নিহিত নরকঙ্কাল সকল পরীক্ষা পূৰ্ব্বক বলেন যে, যত পূৰ্ব্ব কালে যাওয়া যায়, মনুষ্য ততই খৰ্ব্বশরীর, ক্ষুদ্রশিরস্ক এবং স্বল্পবলশালী ছিল বলিয়া বোধ হয়। র্তাহাদিগের মতে, ক্রমে ক্রমে সমস্ত পৃথিবীতে দীর্ঘায়ত দীর্ঘশিরঙ্গ এবং দীর্ঘায়ু মনুষ্যের সঞ্চার হইয়াছে । অগ্নি-ব্যবহার, রন্ধন এবং পাত্ৰাদি-গঠনের পর্য্যায়ক্রম । প্রস্তর যুগেরও বহু পূৰ্ব্বে অবশ্যই এমন একটা সময় ছিল যখন পশ্বাদির স্থায় মনুষেরা ও অগ্নির কোন ব্যবহার জানিত না । কিন্তু সেই অনগ্নিক দশায় মনুষ্যের যে কিরূপ দুরবস্থা ছিল, তাহা মনে মনেই অনুমান করিবার চেষ্ট করিতে হয়, তাহার কোন উদাহরণ স্থল প্রাপ্ত হওয়া যায় না । পৰ্য্যটকের দ্বীপনিবাসী কোন কোন বৰ্ব্বর দশাপন্ন লোকের সম্বন্ধে বলিয়াছেন বটে, যে তাহারা অগ্নির ব্যবহার জানে না । কিন্তু র্ত্যহাদের সে কথার যাথাপ বিষয়ে তেমন প্রমাণ নাই। আর ভূগর্ভনিহিত প্রাচীনতম মনুষ্যবাসের মধ্যেও সৰ্ব্বত্রই