विउँोग्न उ । &Y. তাহাদিগের বিনিময় কাৰ্য্যের বিশেষ সাধক ; কৃষুপজীবীর দেখে যে, ধান্ত, গোধুম বা অপর কোন শস্ত হইতে তাহাদিগের বিনিময় সহজে সাধন হয়। এরূপ হইবার কারণ অতি সহজেই বুঝিতে পারা যায় । যে জাতির যে দ্রব্যট প্রধান উপজীব্য, সে জাতির মধ্যে সেই দ্রব্যটাই সমধিক প্রকার কাৰ্য্যে লাগে । সুতরাং সেই দ্রব্যেরই প্রয়োজন অপর সকল দ্রব্যের প্রয়োজন অপেক্ষ অধিক হয়, এবং সেই জন্তই তাহার দ্বারা বিনিময় কাৰ্য্য নিৰ্ব্বাহিত হইতে থাকে। এই জন্তই মৃগয়ালু প্রাচীন ক্লসীয় এবং আমেরিকার ইণ্ডিয়ানদিগের মধ্যে পশুচৰ্ম্মই বিনিময়-সাধক ছিল। পাশুপাল্যোপজীবী প্রাচীন গ্ৰীক রোমান এবং জৰ্ম্মণদিগের মধ্যে গো মেধাদি পশুর আদান প্রদান দ্বার বিনিময় সাধন হইত। কৃষুপজীবী সকল জাতীয়েরাই প্রথমাবস্থায় কৃষিজাত শস্ত দ্বারা বিনিময় সাধন করিয়া থাকে । আবিসিনিয়া দেশে এবং আফ্রিকার অপরাপর স্থানে লবণ একটী বিনিময় সাধন দ্রব্য । আইসলও এবং নিউফৌণ্ডলগু দ্বীপে শুষ্ক মৎস্ত দ্বারাই সকল দ্রব্যাদির বিনিময় হইয় থাকে। ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশের কোথাও না কোথাও উল্লিখিত সকল প্রথাই অদ্যপি বর্তমান আছে । উল্লিখিত প্রয়োজনসাধনযোগ্য দ্রব্যের সহিত আর এক প্রকার দ্রব্যেরও বিনিময় কার্য্যে ব্যবহার হইয়া থাকে। সমাজের আদিমাবস্থায় যখন প্রতি পরিবারকেই বিনিময় সৌকর্য্যার্থে অনেকগুলি করিয়া দ্রব্যের সঞ্চয় করিতে হইয়াছিল, সেই সময়ে অলঙ্কারের উপযোগী কতক বস্তুও সংগৃহীত হইত। প্রবাল, কড়ি, রঞ্জিত প্রস্তর, স্বর্ণ, রৌপ্য প্রভৃতি দ্রব্য অলঙ্কারের নিমিত্ত ব্যবহৃত হইত এবং মনুষ্যজাতির আদিমাবস্থাতেও অলঙ্কারপ্রিয়তা বিশেষ প্রবল থাকে বলিয়া সৰ্ব্বদাই ঐ প্রকার দ্রব্যের সমূহ প্রয়োজন বোধ হইত, এবং তাহাদিগেরই দ্বারা বিনিময় কাৰ্য্য সুবহু স্থলেই মুসাধিত হইত। বস্তুতঃ সুবহু প্রাচীন যে প্রস্তরযুগ তাহাতেও স্বর্ণ রৌপ্যাদির ব্যবহার নিতান্ত অপরিজ্ঞাত ছিল না। পরে যখন সমাজের অধিকারবিস্তৃতি সম্পাদিত হইল এবং শিল্পাদির উন্নতি সাধিত হইয় অনেকালেক বহুমূল্য দ্রব্যের আবিস্কৃতি এবং প্রয়োজন বোধ হইতে লাগিল—তখন অপর সকল বিনিময় সাধন সামগ্ৰী অপেক্ষ ধাতুদিগের দ্বারাই উহার বিশেষ সৌকর্য্য অনুভূত হইয়া উঠিল । ধাতু সকল বহুকাল অবিকৃত থাকে—উহাদিগকে অধিক পরিশ্রম দ্বারা অর্জন করিতে হয়, অতএব উহাদিগের মূল্যও অধিক হয়—উহাদিগকে ।
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।