পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ ! දළු মনুষ্যসমাজ স্বসম্বন্ধিত এবং রাজ্যগুলি অধিক সুবিস্তৃত হইলে স্বর্ণরৌপাদির মুদ্রা ব্যবহারেও বাণিজ্য কার্য্যের সম্যক সুবিধা হয় না—দুর প্রদেশে বা দূরবর্তী ভিন্ন দেশে স্বর্ণ রৌপ্যাদির মুদ্র প্রেরণ করা অনেক অসুবিধাজনক হয়। কিন্তু সমাজের তাদৃশ অবস্থায় প্রায়ই লিপিকার্যোর স্বষ্টি হইয়া থাকে। অতএব দূরবর্তী স্থানে ধাতু বিনিৰ্ম্মিত মুদ্রাদি প্রেরণের পরিবর্তে বরাত চিঠি এবং হুণ্ডির প্রচলন হইয়া উঠে। কিছুকাল হুণ্ডির প্রচলন হইতে হইতেই নোটের চলনও আরম্ভ হইয়া যায় এবং তাঁহা হইলে বাণিজ্য কার্য্যের যৎপরোনাস্তি সৌকর্য্য-সাধন হয় । এক্ষণে সকল মুসভ্য দেশেই নোটের চলন প্রবর্তিত হইয়া গিয়াছে। তবে কোন কোন দেশে গবর্ণমেণ্ট স্বয়ং নিজ নামে নোট প্রচলিত করেন । ভারতবর্ষে এইরূপ হইয়াছে। চীন সাম্রাজ্যে সম্রাটের নিজ নামাঙ্কিত তাম্র ফলকের নোট চলে। গবর্ণমেণ্টের নোটকে করেন্সি নোট বলে। কোন কোন দেশে যথা, ইংলও, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি স্থানে প্রধান প্রধান ব্যাঙ্ক হইতেই বিশেষ বিশেষ রাজনিয়মের অনুসারে নোট প্রচলিত হয় এবং সেই জন্য ঐ সকল নোটকে ব্যাঙ্কনোট বলে ।