পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় । -جون ہبہ ییصaم বঙ্গ সমাজে অন্তঃশাসন । হিন্দু সমাজের মধ্যে সৰ্ব্বত্রই অন্তঃশাসনের উপায় আছে। অন্তান্ত প্রদেশ অপেক্ষ বঙ্গে ঐ সকল উপায় ক্রমশঃ থৰ্ব্ব হইয়া পড়িয়াছে। তথাপি এখনও এখানে যাহা অবশিষ্ট আছে, তাহ নিতান্ত কম নয়। ইংরাজ এদেশের রাজা হইয়া এবং সৰ্ব্বত্র আপনার দত্ত ক্ষমতার বিস্তার করিয়া এদেশের সমাজ-শাসনপ্রণালী বদ্ধপ্রায় করিয়াছেন। তথাপি কোথাও কোথাও তাহার কিছু কিছু অবশেষ আছে । সেই অবশিষ্ট ভাগ আমি কিরূপ দেখিয়াছি, তাহ বলিব । কোন সময়ে বৰ্দ্ধমান জেলার একটী গ্রামে উপস্থিত হইয়াছিলাম । গ্রামটী নিতান্ত ক্ষুদ্র নয়—উহাতে প্রায় পাঁচ শত ঘর জানা আগুরি জাতীয় লোকের বাস এবং গ্রামের মণ্ডল সংখ্যা পাঁচ জন। ঐ গ্রামের মধ্যস্থলে একটা শিবালয় এবং শিবালয়ের চতুঃপাশ্বে অতি সুপরিষ্কৃত ভূমি। ঐ দিন অপরাত্ত্বে গ্রামের পাচজন মণ্ডল এবং গ্রামের অপরাপর অনেক লোক শিবালয়ের চতুঃপাশ্বে সমবেত হইয়া একটা অপরাধীর বিচার করিলেন। অপরাধ ধান-চুরি । চুরির মাল ধরা হইল, চুরির সাক্ষ্য গ্রহণ করা হইল, চোরকে আত্মদোষ ক্ষালনার্থ অবস্থর দেওয়া হইল। চোর অধোবদনে দোষ স্বীকার করিল এবং বলিল যে নিতান্ত দারিদ্র্য নিবন্ধনই সে ঐ কাজ করিয়াছিল। চোর যে পাড়ায় বাস করে সেই পাড়ার মোড়ল তাহার দারিদ্র্যের প্রমাণ দিলেন । তখন পাঁচজন মোড়লে বিচার করিতে লাগিলেন চোরের প্রতি কিরূপ দণ্ড হইবে এবং ভবিষ্যতে যাহাঁতে তাহার চৌর্য্যবৃত্তি না বাড়ে তাহার কি উপায় করা যাইবে । শিবালয়ের পুরোহিত ঠাকুর এবং উপস্থিত আরও চারি পাঁচজন ঐবিচারে যোগ দিলেন। পরিশেষে অবধারিত হইল যে, দুইজন লোক চোরের কানে ধরিয়া পাঁচবার শিবালয় প্রদক্ষিণ করাইবে, আর চোর আপনার পাড়ার মোড়লকে জানাইলে তিনি তাহার মজুরি জুটাইয়া দিবেন অথবা তাহাকে চাউল ধার দিবেন—ধার লইলে তাহাকে থাটিয়া শোধ দিতে হইবে। যাহার ধান চুরি গিয়াছিল সে ধান লইয়া যাইবার সময় চোরকেই