দ্বিতীয় ভাগ । . ৬১ উৎকট দোষে দূষিত হইয়াছিলেন। আপনার স্ত্রীকে ত্যাগ করিয়া নীচজাতীয়া কন্যাকে লইয়াছিলেন। তিনি উহাকে পরিত্যাগ করিলেন, পত্নীকে গৃহে আনিলেন এবং সজাতীয় অনেকগুলি লোককে ভোজন করাইয়া পুনৰ্ব্বার নিমন্ত্রণ পাইবার যোগ্য হইলেন। অপর একস্থলে নিমন্ত্রণ বারণে কোন ফল না হওয়াতে ধোবা নাপিত বারণের উপক্রম হইয়াছিল । কিন্তু তাহার উল্লেখ হইবামাত্র লোকটা সমাজের বশে আসিল । যে দোষে লিপ্ত হইয়াছিল তাহ ত্যাগ করিল এবং অনেক ব্রাহ্মণ ভোজন করাইয়া সমাজে সমন্বয়ীকৃত হইল । সম্প্রতি একটী স্থানে দেখিলাম, অতি দুষ্কৰ্ম্ম কোন এক ব্যক্তিকে একটা নিমন্ত্রণে বাদ দেওয়া হইল । আমনি সে ব্যক্তি কোন পদশালী একটা বাবুজীর আশ্রয় গ্রহণ করিল। তিনিও ঐ নিমন্ত্রণে গেলেন না, একটা নুতন দল বাধিয় ঐ দুষ্ট ব্যক্তিকে সমাজদণ্ড হইতে রক্ষা করিলেন—সে আর এক ঘরে হইল না। গ্রামে দলাদলি বাধিয়া রহিল । এইরূপে যে দলাদলি হয় তাহাতে সমাজকৃত দণ্ড কাৰ্য্যকারী হইতে পারে না । কিন্তু ঐরুপ কাগু বহুস্থলে ঘটে না। আর যিনি ওরূপে দলাদলি বাধান তাহাকেও অনেক ব্যয় বাসন করিতে হয়, সুতরাং সমাজকৃত দণ্ডের যে একেবারেই কোন ফল ভোগ করেন না তাহীও নহে । একজন চাকুরে প্রবাস হইতে স্বগ্রামে আসিয়া আপনি যে অনেক টাকা রোজগার করিয়া আসিয়াছেন তাহার জাক করিতেন। কিন্তু কখন কাহাকেও কিছু দান করিতেন না, মুষ্টিভিক্ষাও না । গ্রামবাসীরা তাহার বাটতে প্রতিম। ফেলিয়াছিল । তিনি প্রতিমার পূজা করিলেন না ; কাটিয়া জলে ফেলিয়। দিলেন। গ্রামস্থের বাবুকে একঘরে করিয়া রাখিল । র্তাহার নিস্কৃতি হইল না । তিনি স্বগ্রাম ত্যাগ করিয়া কলিকাতায় আসিয়া বাস করিলেন । একজন ব্রাহ্মণপণ্ডিত কোন অযাজ্যজাতীয় লোকের দান গ্ৰহণ করিয়াছিলেন । ঐ ব্রাহ্মণপণ্ডিতটর অনেকগুলি ব্রাহ্মণ যজমান ছিল । সেই যজমানদিগের মধ্যে একজন অপর একজনের সহিত পরামর্শ করিতে আসিয়া বলিলের্ম—“শিরোমণি ত আপনারও পুরোহিত আমারও পুরোহিত । উনি অমুকের স্থানে তাহার পিতৃশ্ৰাদ্ধে দানগ্রহণ করিয়াছেন এই জন্ত আমাদের উহঁাকে ত্যাগ করা উচিত” । অপর ব্যক্তি বলিলেন—“শিরোমণিকে আমরা বার্ষিক কত দিয়া থাকি, দেখা যাউক । যদি উহার সপরিবার ভরণ পোষণের উপযোগী দিয়া থাকি এমত হয়, তবে উনি লোভপরবশ হইয়াই অমুকের
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।