পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ ] し〜) জাতি নাই যাহাদিগের মধ্যে সকল লোকের একত্রে পান ভোজন প্রচলিত আছে । ইংরাজেরাও সকলে একত্রে থায় না। “স্তর” উপাধিধারী কোন সম্রাস্ত সিবিলিয়ান কোন জিলার ম্যাজিষ্ট্রেট হুইয়। মাসিলে, তত্ৰত্য অপরাপর ইংরাজের তাহার স্থানে একটা ভোজ যাঞ্জা করিয়াছিল। তিনি খুব সমারোহপূর্বক ভোজ দিলেন । জিলার জজ সাহেবকে ছাড়িয়া অপর সকলের নিমন্ত্ৰণ করিলেন, কিন্তু স্বয়ং ভোজে বসিলেন লা ; এমন কি ঐ সময়ে বাটীতেও রছিলেন না, অপর একজনের প্রতি অভ্যর্থনাদির ভারাপণ করিয়া স্বয়ং আণ্টা খেলিবার ঘরে গিয়া আণ্টা খেলিতে লাগিলেন ! আমার সহিত বিশেষ সৌহার্দসম্পন্ন কোন ইউরোপীয় আমাকে তাহার সহিত একত্রে ভোজন করিবার নিমিত্ত অনুরোধ করিলে, আমি তাহা অস্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করিলাম । তিনি বলিলেন, “তুমি অস্বীকার করিলে, আমি আর জিদ করিব না, কিন্তু কেন অস্বীকার করিলে তাহা স্পষ্ট করিয়া বলিতে হইবে।” আমি বলিলাম, “তোমার সহিত একত্রে ভোজন করা আমাদিগের সমাজবিরুদ্ধ কাৰ্য্য । ইহা অপেক্ষা গুরুতর কারণ আর কি হইতে পারে ? তদ্ভিন্ন, ভাবিয়া দেখ, আমাদের কি আছে ? আমাদের রাজনৈতিক স্বাধীনতা গিয়াছে, আমাদের ধৰ্ম্মের প্রতি তোমাদের আক্রমণ হইতেছে, আমাদের সাহিত্য শাস্ত্রও এপর্য্যস্ত এমন ভাব ধারণ করে নাই যে, তজ্জন্ত বিশেষ আত্মগৌরব জন্মে। আমাদের আত্মগৌরবের এবং স্বাতগ্রিকতার বস্তু আর কি আছে? থাকিবার মধ্যে কুসংস্কারই বল আর সমাজনিয়মই বল, এই জাতিভেদ এবং আচার ভেদ আছে, আমি তাহারও বিসর্জন দিতে পারি না।” তিনি বলিলেন, “আর কখন তোমাকে ওরূপ অমুরোধ করিব না—আমি ঐরূপ কুসংস্কার গুলিকে বিশিষ্ট সম্মান করিয়াই চলিয়া থাকি ; প্রত্যুত সকল প্রকার কুসংস্কারবিচু্যত ব্যক্তি যদি কেহ থাকেন, তিনি হয় পরম জ্ঞানী অথবা “সবলোঠ” হইবেন—আমরা কেহই পরম জ্ঞানী নহি, “সবলোঠ’ হওয়া অমাবশুক ।” অপর কোন সময়ে একজন উচ্চপদস্থ ইংরাজ আমাকে একত্র ভোজনের জন্ত অনুরোধ করেন ; আমি অস্বীকার করি। তিনি ইহার উচ্চার তাহার নাম করিয়া বলিলেন—ঐ সকল ব্যক্তি র্তাহার সহিত থাইয়াছে। কিন্তু যখন তিনি আমার স্বীকৃতি না পাইয়া বলিয়া ফেলিলেন—“বড় ক্ষোভের বিসয় ! - * >