পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عيه న • বিবিধ প্রবন্ধ । ওদেশের স্থায় উংকৃষ্ট এবং অধিক মদ্য আর কোথাও জন্মে না। ঐ দ্রীক্ষাকৃষির বলেই ফুন্সি এত বলবান এবং বলশালী । একজন ইটালীয় রসায়নবিং আমাকে বলিয়াছিলেন যে, আমাদিগের মেীয়া ফুল হইতে অবিকল ফরাসিদেশ প্রস্থত ব্রাণ্ডির দ্যায় ব্রাণ্ডি প্রস্তুত হইতে পারে এবং তাহা এত অধিক এবং এত স্বল্প মূল্যে প্রস্তুত হইতে পারে যে ফ্রান্সকেও এখানকার ব্রাণ্ডি কিনিয়া খাইতে হয়। র্তাহার স্থানে ঐ কথা শুনিবার কিছুকাল পর হইতে দেখিতেছি যে ইটালী এবং ফ্রান্সে আমাদের মেীয়। লের রপ্তানী হইতেছে। মেীয়া ফুল হইতে যে মদ্য এখানে জন্মে উল্লিখিত রসায়নবিং তাহার দুর্গন্ধ নষ্ট করিবার উপায় বাহির করিয়াছিলেন। ঐ প্রকার কাজই আমাদিগের মধ্যে প্রয়োজনীয় হুইয়া উঠিয়াছে । রসায়নাদি বিদ্যা প্রকৃতরূপে শিথিয়া এ দেশীয় কৃষি শিল্পাদির উৎকর্ষ সাধন চেষ্টার একান্ত প্রয়োজন । ঠিক ইংরাজদিগের অনুরূপ শিল্প বাণিজ্যাদি বিস্তারের চেষ্টা সফলও হইবে না, আর প্রয়োজনীয়ও নহে। ফলকথা, ভারতবর্ষ দেশ কৃষিপ্রধানই আছে, আর কৃষিপ্রধানই থাকিবে। যদি কৃষিপ্রধান থাকে, তবে সম্মিলিত রিবার বা একান্নবৰ্ত্তিতাও অবশু থাকিয়া যাইবে । কৃষিপ্রধান দেশমাত্রেই একান্নবৰ্ত্তিতার আগৌরব নাই । যদি কোন কারণে কৃষিপ্রধান দেশে সম্মিলিত পারিবারিক ব্যবস্থা ভঙ্গ হইয়। থাকে, তবে সেই দেশে একটা বড়ই অনিষ্ট ঘটনা হইয়া থাকে। ভূমি-পূন্ত এবং একান্ত নিরন্ন শুদ্ধ মজুরদার লোকের সংখ্যা অতিবৰ্দ্ধিত হইয় উঠে। আমাদের দেশে মজুরদার লোক সকল বহুকাল ভূমিসম্পর্ক শূন্ত হইয়া থাকে ন, পরিশ্রমশীল এবং মিতব্যয়ী হইলে অল্প দিনের মধ্যেই ভাগে বা অন্ত প্রকারে প্রায়ই অল্প স্বল্প জমা জমি ভোগ করিতে পায় । কৃষিপ্রধান রুসিয়া দেশ আরও ভাল। সেখানে গ্রাম শুদ্ধ লোকের ভূমিতে মিলিতস্বত্ত্ব, সুতরাং গ্রামস্থ সকল লোকেই অল্প স্বয় চাষবাস করে। কেবল মজুরদারি করিয়া খায় এমন লোক নাই বলিলেই হয় । মূলে এই সম্মিলিত স্বত্ত্বের ভাব আছে বলিয়াই রুসিয়ার মধ্যে সৰ্ব্ব প্রকার সম্মিলিত স্বত্ব জন্মাইবার এত চেষ্ট হুইতেছে । রুসিয়ার মধ্যে যে সামাজিক ( Sorialist ) এবং বিনাশক (Niki ist ) দলের এত প্রাদুর্ভাব হইয়াছে, তাহার হেতু রুসিয়া সম্রাটের একাধিপত্য অথবা স্বেচ্ছাচারিত নহে। ভৌমিক সম্মিলিত স্বত্ত্বের অস্তিত্বই তাহার প্রকৃত কারণ। ফরাশিদিগের দেশেও ঐ সামাজিক (socialist ) এবং সম্মিলিতিক ( C mmunist) দল আী:ছ। কিন্তু তাহাদের অভু্যখন