विर्डौम्न उठां★ां । । ৯১ স্বতন্ত্র কারণে হইয়াছে । পৈত্রিক ধন সম-বিভক্ত হইবার নিয়ম থাকায় এবং সম্মিলিত পারিবারিক প্রণালী না থাকায় ভূমি সম্পত্তি এত ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড হইয়া যায় যে তাহার এক এক খণ্ড এক একটা পরিবার পোষণের যোগ্য থাকে না, স্বতরাং বিক্রীত হয় । সেই গুলি বিক্রীত হইয়া গেলেই তাহার পূৰ্ব্ব অধিকারীরা একেবারে ভূমি সম্পর্ক শূন্ত হয় এবং তাহাদিগকে উপজীবিকার নিমিত্ত মজুরদারের পেশা গ্রহণ করিতে হয়। ঐ মজুরদার লোক সকলকে কাজ দিয়া সস্থঃ রাথিতে না পারিলেই তাহারা উৎপাত করিতে আরম্ভ করে এবং কখন কখন রাষ্ট্রবিপ্লবাদি অতি তুমুল কাও উপস্থিত করে । ফ্রান্সের এই দল সৰ্ব্বদা অসন্তুষ্টচিত্ত এবং রাজ্য শাসনের নিয়ম যখন যাহা থাকুক তাঙ্গ পরিবর্ত করিয়া মুখী হইবার জন্য যত্নশীল হয় । ইংলগুে৭ ভূমি সম্পর্ক রহিত শ্রমজীবী লোকের দারিদ্রা অতি কঠোর । কিন্তু ইংলগু শিল্পবাণিজ্যপ্রধান দেশ। ওখানকার শ্রমজীবীরা হয় স্বদেশীয় কলকারখানায় কাজ পায়, না হয় দেশ হইতে বাহির হইয়া পড়ে। ভারতবর্ষীয়ের ওপথে যাইতে পারিবে না । গ্রেটব্রিটেনে সাড়ে তিন কোটি মাত্র লোক। উক্তাদিগেরই সস্তান সন্ততি এত হয় যে শিল্পবাণিজ্য এবং উপনিবেশীদি (রা তাহাদিগের খোরাক যোগাইতে সমস্ত পৃথিবীই যেন কুলায় না । ভারতবর্যের পঞ্চবিংশ কোটি লোকের সন্তান সন্ততি যদি উহাদের মত শিল্প বাণিজ্য এবং উপনিবেশ দ্বারা আপনাদিগের আহাৰ্য্য সাধন করিতে যায় তবে সমস্ত সৌর জগংটা ইহাদিগের প্রয়োজনীয় হইয়া উঠিবে । অতএব সিদ্ধান্ত এই হইতেছে যে, ভারতবর্ষ কৃষিপ্রধান থাকিবে এবং সম্মিলিত পারিবারিক প্রণালী রক্ষা করিবে। যদি তাহাই হয় তবে কি এখানকার বৈবাহিক ণালী সাধারণে পরিবর্তিত হইতে পরিবে ? আমার বোধ হয় তাহ পরিবে না। এ দেশে বাল্যবিবাহই প্রচলত থাকিবে । দেশভেদে বিবাহের বয়স ভিন্ন হয়। শীতপ্রধান দেশমাত্রে অধিক বয়সে এবং গ্রীষ্ম প্রধান দেশমাত্রে অল্প বয়সে বিবাহ হইয়া থাকে। অতএব অল্প বয়সে বিবাহ দেওয়া যে ভারতবর্ষীয়দিগের কোন একটা বিশেষ রোগ তাহা নহে। ক্ষত্রিয় জাতি হিন্দু সমাজের অন্তর্গত এবং ইহার খুব উচ্চ স্থানীয়। উহাদিগের মধ্যে কন্যার বিবাহ দিবার রীতি কন্যার ১৬ হইতে ২০ বৎসর পর্য্যন্ত বয়সে। অতএব বাল্যবিবাহের সহিত হিন্দুয়ানির তেমন কোন ংস্রব নাই । পুৰ্ব্বে ব্রাহ্মণের অধিক বয়স পর্য্যন্ত ব্রহ্মচৰ্য্য করিতেন তাহার ।
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।