পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$. বিবিধ প্রবন্ধ । তাহা অতি বৃহৎ হইয়া উঠিবে। এই জন্ত, আমরা পুস্তকের তৃতীয় অঙ্কট মাত্র সমালোচ্য বলিয়া গ্রহণ করিাম। ঐ অন্ধটাকেই গ্রহণ করিবার তাৎপৰ্য্য এই যে, জার্মাদের বোধে- । ভবভূতেন্তু সৰ্ব্বস্বমুক্তরং চরিতং কবে, তত্ৰাপি চ তৃতীয়োহঙ্কশায়া যত্র প্রদর্শিতা। তৃতীয় অঙ্কের প্রথমে একটা বিষ্কঞ্চক • আছে। তাহাতে তমসা ও মুরলা নামে দুই নদী প্রবিষ্ট হইয়া কথোপকথন করে। মুরলা কহে ভগবতী লোপামুদ্রা রামচন্দ্রের অবস্থা অনুভব করিয়া সাতিশয় শঙ্কিত হইয়াছেন, তিনি ভাবিয়াছেন,— অনির্ভিন্নগভীরত্বাদস্তর্গঢ়ঘনব্যথ: | পুটপাকপ্রতীকাশেরামস্য করুণোরসঃ ॥ সীতা বিরহজনিত রামের শোক পুটপাকের ন্যায় হৃদয়কে দগ্ধ করিতেছে, অথচ তাহার একান্ত গম্ভীর প্রকৃতি নিবন্ধন তদীয় অন্তঃকরণের গুঢ় কঠিন বেদনা বাহিরে কেহই কিছু জানিতে পারিতেছে না। রামচন্দ্র যখন অযোধ্যায় প্রতিগমন করিবেন, তখন পথিমধ্যে সীতা সহবাসবিশ্রম্ভসাক্ষী পঞ্চবটার সেই সেই প্রদেশ সকল অবশ্যই তাহার নেত্রগোচর হইবে, তাহা হইলে রাম যতই ধীর ও গম্ভীর হউন, সে অবস্থায় কখনই স্থির থাকিতে পারিবেন না, পদে পদে র্তাহার বিপদ জাশঙ্কনীয় হইবে। অতএব তিনি গোদাবরীকে বলিয়া পাঠাইয়াছেন,— বীচিবাতৈঃ শীকরক্ষোদশীতৈ রাকৰ্ষদ্ভি: পদ্মকিঞ্জস্বগন্ধান । , বৃত্তবর্তিৰ্য্যমানানাংকথাংশানাংনিদর্শকঃ। मृशक्रिॐशङ्खि विश्रुखु पञांनांदइजा शूर्ध्निड: ॥ অতীত ও ভবিষ্যৎ বিস্তৃত ঘটনার সংক্ষেপে বর্ণন যেখানে কয়, তাহাকে বিষ্কম্ভক কহে ।