পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করে ন—এবং জিজ্ঞাসা এইরূপে-অপরিচিত দায়ী সাগরিক। s সাগরিক দেখিল, যে ঘরে সে রাজরাগ হইতে পারত, সেই ঘরেই সে দাসী হইয়াছে—যে জন,তাহাকে পাইবার নিমিত্ত প্রার্থনা করিয়া পাঠাইয়াছিল, সেই এখন তাহার পক্ষে দুল্লভ হইয়াছে—দাসী হইয়া সেই রাজ রাজেশ্বরকে কামনা করাও তাইfর গুরুতর লজ্জার কারণ হইয়াছে। শরীরকে দূষিত করে নাই-কিন্তু ঐভাব কতক্ষণ থাকে। অপার প্রেমে মোহিত পরবশ আত্মা, লজ্জ নিবারণের একমাত্র স্থায়ী উপায় যে মরণ তাহা হইতেও নিৰ্বারিত করে-হৃদয়বল্লভের মোহনমূৰ্ত্তিটা পুনঃ পুনঃ দেখি বলিয়া বোধ হয়। সংস্কৃত : "اتمی" থাকেন। কিন্তু গ্রহর্ষের সাগরিক বিরহ দুখ প্রকাশ জন্য আর কিছুই করেন।--কেবল সে আপনার ভাগকে ধিক্কার দেয়, কুকুমায়ূধকে দুই কবির বিরহ ব্যাপার লইয়া অনেকট্র একটা গালি দেয়, এবং দর্শনের সাধ মিটাইবে মনে করিয়া নিভৃতে উদয়নের