సెసె কথা বলিলে, সে তৎক্ষণাৎ তাহ পিথিয়া ফেলিত, এসং সেই কথার আবৃত্তি করিত। সখী স্বসঙ্গতার, শঙ্কা হইল যে, শারিকাটা উড়িয়া গিয়া যেখানে সেখানে, তাহার সহিত সাগরিকার যে কথোপকথন হইয়াছিল, . তাছার পুনরাবৃত্ত্বি করিবে-এই শঙ্ক প্রযুক্তই সে শারিকাটাকে ধরিবার নিমিত্ত উদ্বিগ্ন হইল, এবং চিত্রফলক খানি যে কদলীগৃহে পড়িয়া রহিল, তাহার সংগ্রহের নিমিত্ত প্রথমে কোন চেষ্টাই করিল না। কিন্তু ঐ সময়ে অপর একটা ঘটনা উপস্থিত হইয়াছিল। পূৰ্ব্ব হইতে রাজা এবং রাণীতে দুইটা ফুলের গাছ লইয়া একটা বাজী রাখা হয়। রাজা বলিয়াছিলেন যে, তাহার নবমালিকার গাছে আগে ফুল ফুটিবে—= রাণী বলিয়াছিলেন যে তাহার মাধবীলতায় আগে ফুল ফুটিবে। রাজা কোন গুণী ব্যক্তির দ্বারা নবমালিকার মুলে এরূপ দোহদ সংযোজিত করিয়াছিলেন যে, তাহার গুণে নবমালিকা পুষ্পরাশিতে পূর্ণ হইয়৷ উঠিয়াছিল। রাজা এই সংবাদ পাইয়া সহচর বসন্তকের সহিত বিকলিতপুষ্প নবমালিকাটকে দেখিবার নিমিত্ত অস্তঃপুরোদ্যানে আসিয়াছিলেন, এবং রাজ্ঞীকে তথায় আসিবার নিমিত্ত বলিয়া পাঠাইয়াছিলেন। কবি এই উপলক্ষে রাষ্ট্ৰী বাসবদত্তার প্রতি রাজার মনের ভাব ব্যক্ত করিবার একটা সুযোগ পাইয় তাহ ছাড়েন নাই। রাজা বসন্তককে বলিলেন— উদামোংকলিকাং বিপাঙুররুচিং প্রারব্ধভূস্তাং ক্ষণা দায়াসংশ্বসনোগমৈরবিল্পলৈরাতম্বতীমাত্মনঃ। অদ্যোদানলতামিমাংসমন্নং নারীর্মিবান্যঞ্জবং পশ্যন কোপবিপাঙুরপ্রতিমুখং দেব্য করিধ্যাম্যহং ॥ উদামোংকলিক, বিপাঙুরকান্তি, প্রারব্ধস্তৃম্ভ, অবিরল শ্বাসোদগমে মুহুঃ আয়ায় প্রাপ্তবতী, মদনাবস্থাপন্ন, অস্ত নারীর স্থায় এই উদ্যানলতাকে প্রদর্শন করিয়া আজি আমি নিশ্চয় দেবীর কোপপাণ্ডুর প্রতিমুখ করিব। প্রিয়তমাকে এমন সকল বাজীতে হারাইয়া দিয়া তাহার একটু রাগাল রাগাল—সলম্ভ সলজ অভিমানের মুখখানির শোভা দেবিতে রসিক
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।