পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, বিবিধ প্রবন্ধ । ۰۰۰ د পুরুষের ইচ্ছা হইতে পারে বটে, কিন্তু উদয়ন বাসবদত্তার সে মুখশোভা দর্শনের লালসায় ব্যগ্র নহেন। তিনি বাসবদত্তার মুখে কোপের প্রভাবই বিষ্ফরিত হইবে, এইরূপ মনে করিয়াছিলেন। কবি, প্রথম হইতেই আরম্ভ করিয়াছেন, এ স্থলেও দেখাইলেন যে, উদয়ন বাসবদত্তাকে তেমন ভাল বাসিতেন না—অতএব তাহার মন প্রকৃতরূপে বুঝিতে পারেন নাই। রাজা হর্ষোৎফুল্প হইয়া নবমালিকা দর্শনে যাইতেছেন, এমত সময়ে বৃক্ষের অন্তরাল হইতে একটী শাল্লিকা পড়িতেছে, শুনিতে পাইলেন শারিক পড়িতেছে—”সখি! তুই কেন এই চিত্রফলকে আমার চিত্রিত -করিলি ?” ”সখি ! রাগ কর কেন ? তুমিও যেমন কামদবের চিত্র অাকিয়াছ, আমিও তেমনি রতিদেবীর চিত্র অ কিয়াছি বই ত নয়।” ”সখি !-পদ্মের পাতা, মৃণালের বলয়, খুলিয়া দাও।” । o “দুল্লহ জন অমুরাত্মো লজ্জাগুরূই পরবাসা অপ্পা পিঅসহি বিসমং পেম্মং, মরণং সরণং ণ বরিআ মেক্কং ” ജ=-mബ്-ബ - (>> ) শরিকাটি এই পৰ্যন্ত বলিয়াই উড়িল—রজা লক্ষ্য করিলেন যে, সে কদলী গৃহের দিকে গেল। আপনিও সেই দিকে চলিলেন। যাইতে যাইতে বলিলেন— - দুৰ্ব্বারাং কুন্ত্রমশরব্যগ্নাং বহন্ত৷ তম্বঙ্গ্য ঘদভিহিতং পুরং দুখীনাং তৃভূয়: শিশু-গুক-শারিকাভিরুক্তং ধন্তানাং শ্রবণংপথাতির্থিত্বমেক্তি। ছৰ্বর মানবাৰ্থ বহনকারী রুশদ আপনার সীজনদিগের সম্মুখে মাহ যাহা বলেন, তাহ শিশু, শুক, শারিকাদিগের কর্তৃক পুনরুক্ত হইয়া য়াহাদিগের শ্রবণপথের অতিথি হয়, তাহারা ধন্য। -