পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্নাবলী । • So 6: এ কথাওঁ তুমি মিথ্য জ্ঞান করিবে, অতএব হে প্রিয়তমে, এ বিষয়ে যে কি বলিব তাহ জানি না। বাসবদত্ত বস্ত্রাঞ্চল টানিয়া লইয়া বলিলেন— অজ্জ উত্ত। মা অন্নধী সংভাবেছি, সচ্চং এবব মং সীসবেঅণা বাধেদি । তা গমিসসং । - আর্য্যপুত্র । অন্যথা ভাবিবেন মা, সত্যই আমাকে মস্তক বেদন বাধ৷ দিতেছে; অতএব যাই । বাসবদত্ত চলিয়া গেলেন। বসন্তক বলিল, আমাদের বড় সৌভাগ্য দেবী কুপিত হয়েন মাই। রাজা উত্তর করিলেন—তুমি দেবীর কোপামুবন্ধ । নিগুঢ়রূপে লক্ষ্য কর নাই। ভ্ৰভঙ্গে সহসোদগতেহপি বদনং নীতং পরাং নম্রত মীষনৃমাং প্রতি ভেদকারি হসিতং নোক্তং বচে নিষ্ট রং। অন্তৰ্ব্বাস্পজড়ীকৃতং প্রভুতয়া চক্ষুর্নবিষ্ফরিতং কোপশ্চ প্রকটকৃতে দয়িতয়া মুক্তশ্চ ন প্রশ্ৰয়ঃ ॥ প্রিয়ার সহসা ভ্রভঙ্গ উপস্থিত হইলেও বদন নত করিয়াছেন, আমার প্রতি ভেদকারী ঈষৎ হাস্য হাসিয়াছেন, কিন্তু নিষ্ঠুর বাক্য বলেন নাই ; অন্তৰ্ব্বাষ্প দ্বারা জড়ীভূত চক্ষুকে প্রভুতাগুণে বিস্ফারিত করেন নাই ; কোপ প্রকটকৃত হইয়াছে, কিন্তু প্রশ্রয় পরিত্যক্ত হয় নাই। _ ( ১২ ) রত্নাবলীর নাটকার রাজী বাসবদত্তার চরিত্রচিত্রট কি অপূৰ্ব্ব বস্তু।– রাজা তাহার রূপ বর্ণন করিয়া সুদীর্ঘ সালঙ্কার কবিতা সকল অাবৃত্তি করেন, তাহার ক্ৰক্ষেপ হয় না। র্তাহার আজ্ঞা পালনে কেহ দ্বিরুক্তি করিতে পারে না, অথচ তিনি পরিজনবৎসলা’। রাজা নবমালিকার পুষ্পোদগম দেখাইবার নিমিত্ত র্তাহাকে আহবান করেন ; 3