পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯১৮ বিবিধ প্রবন্ধ । করিতে করিতে শরীর এবং মন কঠিন চুইয়া উঠে, ছুখাম্বভূতিই যেন নূ্যন হুইয়া পড়ে, স্বাস্থ্য পশুবৎ হইয়া যায়—সেরূপ দারিদ্র দশার প্রকৃত রপূনায় মহষ্য হৃদয়ের বিকাশ অতি অল্প হইয়া থাকে, এবং মহাহভূতির আকর্ষণও অধিক হইত্ত্বে পারে না। কিন্তু বিদ্য, বিনয়, শীল, আভিজাতা, দাতৃত্ব, পরোপকারিত, প্রভৃতি সদ্‌গুণ সম্পন্ন কোন গৃহস্থের দারিদ্র্যদশা ঘটিলে, তিনি প্রতি মৰ্ম্মে মৰ্ম্মে, দারিদ্র্যযন্ত্রণ ভোগ করেন, এবং সেই যন্ত্রণ কখন কিরূপে অনুভূত হয়, তাহাও প্রকাশ করিতে সমর্থ দুয়েন। । এই জন্য উচ্চ দ্বিজকুলসমূহ, অতি ভাগ্যবান ব্যক্তির পুত্র, প্রাসাদরাসী, পরমাতিথেয়, জন্মভূমির উন্নতিসাধক, সাধারণের হিতার্থে সুবহু সরোবর, দেবভবন, উদ্যানাদির নিৰ্ম্মাণ কৰ্ত্ত, এবং এবম্বিধ দানশেওতা নিবন্ধন স্বয়ং বিত্তবিহীন এবং দুর্গত যে চারুদত্ত, তিনিই দারিদ্র্যাবস্থার কাব্যোচিত সৰ্ব্বোৎকৃষ্ট আদর্শ বলিয়া সমাজচিত্র করণে কৃতসঙ্কল্প মৃচ্ছকটিক রচয়িতার নাটকের নায়করূপে উপকল্পিত। এই জন্তুই বোধ হয় উক্ত চারুদন্তুের মুখ দিয়াই কবি একস্থলে উল্লিখিত ভাবটা এইরূপে র্যক্ত করাইয়াছেন, যথা-" সুখং হি দুঃখান্তনুভূয় শোভতে। ঘনান্ধকারেৰিব দীপদৰ্শনম । “মুখাত্ত, যে যাতি নরো দরিদ্রতাং। স জীবদীপান্মরণান্ধমাপুতে। দুঃখভোগপূর্বক যে সুখ তাহা গভীর অন্ধকারে দীপ্তদর্শন স্বরূপ। সেই ‘রূপ সুখের অবস্থা হইতে যে ব্যক্তি দুঃখের অবস্থায় পড়ে, সে জীবনের আলোক হইতে মৃত্যুরূপ অন্ধকারে পতিত্ব হয়। مسسپا