মৃচ্ছকটিক । ১১৯ ( , ) “সৰ্ব্বং শূন্যং দরিদ্রস্য” এই গীতিধ্রুব দ্বারা অতি বিল্পষ্টরূপে স্থচিত মৃচ্ছকটিকের নায়ক চারুদত্ত দারিদ্র্য দশাগ্রস্ত হইয়া কেমন মৰ্ম্মে মৰ্ম্মে এবং পদে পদে সেই দশার যন্ত্রণ সকল ভোগ করিতেছিলেন, তাহা সেই নায়কের রঙ্গভূমে প্রবেশ হইতেই প্রদর্শিত হইতে চলিল, এবং মায়ক যে সৰ্ব্বতোভাবেই আর্য্যভাবসমন্বিত তাহাও প্রথম হইতেই প্রদশিত হইল। তিনি সায়-সন্ধ্যার প্রাক্কালে গৃহদেবতাদিগের উদ্দেশে বলিপ্রদান করিতেছেন এইরূপে দৃষ্ট হইলেন, এবং তৎকালে র্তাহার উক্তি হইল— - - যাসাং বলিঃ সপদি মগ্রিহদেহলীনাং ংসৈশ্চ সারসগণৈশ্চ বিলুপ্তপূৰ্ব্ব । তাৰ্থেব সম্প্রতি বিরূঢ়তৃণাঙ্ক রাস্ক, বীজাঞ্জলিঃ পততি কীটমুখাবলীঢ়ঃ ॥ যে গৃহদ্বারের সন্মুখভাগে প্রদত্ত বলি হংস সারসাদি কর্তৃক সম্বর বিলুপ্ত হুইত, এখন সেই গৃহাঙ্গনে জাত তৃণাঞ্চুর মধ্যে পতিত অঞ্জলি প্রমাণ বীজমাত্র বলি কীটগণের মুখভ্রষ্ট হইয়া পতিত হইতেছে। নায়কের চিরসুহৃদ মৈত্রেয় ঐক্কপ কাতরোক্তি শুনিয়া বলিলেন— “ভাই ! তোমার দুঃখ কি, তুমি আত্মীয়স্বজনকে আপনার ধন দান করিয়া সুরপীতাবশিষ্ট প্রভিপচঞ্জের স্তায় পরিক্ষয়েও শোভমান হইয়া আছ”। কি অপূৰ্ব্ব উপমা ! ইহার মুল, বোধ হয়, কামন্দক নামক নীতি শাস্ত্র। মল্লিনাথস্থত ঐ শাস্ত্রে একটা কবিতায় উক্ত হইয়াছে— ধৰ্ম্মাৰ্থং ক্ষীণবিত্তস্য ক্ষীণত্বমপি শোভতে সুরৈঃ পীতাবশেষস্য কৃষ্ণপক্ষে বিধোরিব। স্বহৃদ বাক্যের প্রত্যুত্তরে চারুদত্ত বলিলেন— বয়স্য ন মমার্থান প্রতি দৈন্তং । পশ্য এতত্ত্ব মাং দহতি যদু গৃহমন্মদীয়ং !
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।