পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালাত্যয়ে মধুকরা করিণঃ কপোলং। বয়সী অর্থ গিয়াছে বলিয়া আমি দুঃখ করিতেছি না। যেমন ভ্রমরের . মদক্ষরণ কাল গত হইলে হস্তীর শুক সাজ কপোলদেশ পরিত্যাগ করে, সেইরূপ অর্থহীন হইয়াছি বলিয়া অতিথিরা যে আমাদিগের গৃহ বর্জন করিয়াছেন, সেই দুঃখেই পুড়িতেছি। আর পূৰ্ব্বে অপরিচিত হঠাৎ আগন্তুক, এমন অতিথিরাই যে আমাদৈর বাট বর্জন করিয়াছেন তাহাও মন্ত্র। সত্যং ন মে বিভবনাশকৃতান্তি চিন্তু, ভাগ্যক্রমেণ হি ধনানি ভবস্তি যান্তি । এতত্ত্ব মাং দহতি নষ্টধনাশ্রয়স্য, ধৎ সৌহৃদাদপি জনা শিথিলীভবস্তি ॥ সত্যই, ধননাশ হইয়াছে বলিয়া চিন্তা করিতেছি না; ধন ভাগ্যে হয় ভাগ্যে যায়। আমার দুঃখ এই যে, ধনহীন হইলে সৌহার্দ হইতেও লোকে শিথিল হইয়া পড়ে। আরও— দারিদ্র্যান্ধিয়মেতি, স্ত্রীপরিগতঃ, প্রভ্রশ্যতে তেজসে, নিস্তেজী:পরিভূয়তে, পরিভবান্নিবেদমাপদ্যতে। নিৰ্ব্বিগ্ন গুচমেতি, শোকপিহিতে, বুদ্ধা পরিত্যজাতে, নিবুদ্ধিঃ ক্ষয়মেত্যহে নিধনত সৰ্ব্বাপদামাস্পদম্ ॥ দারিদ্র্য হইতে লজ্জা হয়, লজ্জাপরিগত ব্যক্তি তেজোভ্রষ্ট হয়, তেজোহীন ব্যক্তি পরিভব প্রাপ্ত হয়, পরিভব হইতে নিৰ্বেদ উপস্থিত হয়, নিৰ্ব্বিগ্ন ব্যক্তি শোক পায়, শোকাচ্ছন্ন ব্যক্তি হতবুদ্ধি হইয়া যায় হতবুদ্ধির ক্ষয় হয় ; অতএব নির্ধনত সকল আপদের আস্পদ। নিবাসশ্চিন্তায়া, পরপরিভবো বৈরমপরং, । জুগুঙ্গা মিত্ৰাণাং স্বজনজনবিদ্বেষকরণং।