পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>SS বিবিধ প্রবন্ধ । (6.) মৃচ্ছকটিকের নায়ক চারুদত্ত, উহার নায়িকা বসন্তসেন। নাটকোল্লিখিত অপরাপর পাত্রদিগের মধ্যে সমূহ দোষ গুণে জড়িত অপর ” একটা বিশিষ্ট ব্যক্তির বর্ণন আছে। তাহার নাম শৰ্ব্বিলক। অন্তান্ত নাটকাদিতে যে সকল কাজ দৈবশক্তি বা সম্যক অতি-মানুষশক্তি দ্বারা - নিৰ্ব্বাহিত হয়, মৃচ্ছকটিক নাটকে এই শৰ্ব্বিলকের দ্বারাই সেই সকল কাৰ্য্য নির্বাহিত হইয়াছে। ইনিই, রাজার কারাগৃহ হইতে ভাবী ভূপতিকে মুক্ত করিয়া দেন, ইনিই রাজবিদ্রোহের অধিনেতা এবং ইনিই পরিশেষে রাষ্ট্রবিপ্লব সম্পাদন করিয়া দুষ্টের দমন এবং শিষ্টের পালন সুসিদ্ধ করেন। নাটকের নায়ক যে চারুদত্ত তিনি যথার্থ হিন্দুর আদর্শ স্বরূপ । এরূপ লোককে আদর্শ জ্ঞান করিবার মানুষই এদেশে অধিক। ঐৰূপ লোকের গঠন করাই আৰ্য্য শাস্ত্রের এবং আর্য্য শিক্ষার উদ্দেশ্য। চারুদত্তই আমাদিগের অলঙ্কার শাস্ত্র মতে ধীরোদাত্ত অর্থাৎ সৰ্ব্বোৎকৃষ্ট নায়ক। নাটককারও পদে পদে দেখাইয়াছেন যে, তাহার চারুদত্ত নিজ ঔদার্ষ্য “গুণশস্ত্রের” বলেই শস্ত্রধারীদিগের অপেক্ষাও বলীয়ান , তিনি জনগণের “তৃষ্ণার অপনয়ন করিয়াই বিশুদ্ধ হ্রদের ন্যায় নীরহীন”, তিনি জনসাধারণের চক্ষে ভূদল মিঅংক্কা’ (ভূতল মৃগাঙ্ক), তিনি নিৰ্দ্ধন হইলেও "ভূ ত্যানুকম্প ক' বলিয়া ভৃত্যদিগের প্রিয়, এবং তিনি স্বভাবতঃ এমনি সুশীতল যে, অপকারী ব্যক্তিরও অপকারে প্রবৃত্ত হইতে পারেন না, “ন চন্দ্রা দো আদবো হোদি’ (ন চন্দ্রাদাতপো ভবতি ) ৷ কিন্তু শৰ্ব্বিলক ভিন্ন প্রকৃতির মানুষ। তিনিও ব্রাহ্মণ কুলপতির সন্তান, তিনিও শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনিও দরিদ্র, এবং তিনিও একটি যুবতীর প্রণয় পাশে একান্ত সম্বদ্ধ। ঐ যুবতী বসন্তসেনারই একটা দাসী, তাহার নাম মদনিক । সেই মদনিকার নিক্ৰয়সাধনপূর্বক তাহাকে حسي “অ ভুজিলা।” বা অনন্তভোগা করিবার জন্য দরিদ্র শৰ্ব্বিল কের অর্থ