- মৃচ্ছকটিক । ১২৭ ংগ্ৰহ করিধার একান্ত প্রয়োজন হইয়াছে। তাহার শারীরিক বলবীৰ্য্য ষেরূপ তাহ স্বমুখে ব্যক্ত করিয়াছেন ; যথা— মার্জারঃ ক্রমণে, মৃগঃ প্রসরণে, শ্যেনোগ্রহtলুঞ্চনে, সুপ্তাসুপ্ত-মনুষ্যবীৰ্য্যতুলনে শ্বা সর্পণে পল্লগঃ। মায়ারূপশরীরবেশরচনে, বাগদেশভাষান্তরে। দীপে। রাত্রিযু সঙ্কটেষু ডুডুমে বাজীস্থলে, নের্জলে ৷ আমি উৎক্রমণাদিতে মার্জারের তুল্য অর্থাৎ আমার উঠা নাম প্রভৃতি নিঃশব্দে ; বেগগমনে হরিণের সমান ; গৃহীত বস্তুর অাচ্ছিন্দনে আমি শিকারী পক্ষীর সদৃশ ; নিদ্রিত বা জাগরিত মনুষ্যের বীৰ্য্য পরীক্ষণে অমি কুকুরের সমান ; চলনে আমি সর্পবৎ ( লক্ষ্যতীত), নানা বেশ রচনা দ্বারা শরীরকে ছদ্ম করায় আমি সাক্ষাৎ মায়া, বিভিন্ন দেশীয় ভাষাজ্ঞতায় আমি সরস্বতী ; আমি রাত্রিকালে দীপ ; সঙ্কটপথে অশ্বতর ; সমভূমিতে অশ্ব ; জলে নৌক । অপিচঃ ভূজগ ইব গতে, গিরিঃ স্থিরত্বে, পতগপতে: পরিসর্পণে চ তুল্যঃ । শশইব ভুবনাবলোকনেহহং, বৃকইব চ গ্রহণে বলে চ সিংহঃ ॥ আমি গমনে সৰ্পের, স্থৈৰ্য্যে পৰ্ব্বতের, বেগে গরুড়ের তুল্য। সকল দিক দেখিয়া চলায় আমি শশ, গ্রহণে ব্যাঘ্ৰ, বলে সিংহ। এই রূপ.সবল, সক্ষম, কৰ্ম্মঠ, বিক্রান্ত এবং স্বঘটিত শরীর বিশিষ্ট দরিদ্র শৰ্ব্বিলকের অর্থ প্রয়োজন বোধ হওয়াতে তিনি অন্ত কোন উপায় দ্বারা অর্থ সংগ্রহের চেষ্টা না করিয়া চৌর্য্যবৃত্তি অবলম্বন করিয়াছেন, এবং এই দুষ্টবৃত্তির দোষ প্রচ্ছাদিত করিয়া বলিতেছেন। কামং নীচমিদং বদন্তি পুরুষাঃ স্বপ্লেচ যদ্বদ্ধতে, বিশ্বস্তেষু চ বঞ্চনাপরিভবশৌর্য্যং ন শৌৰ্য্যং হি তৎ।
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।