পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক, - *96。 রাখিয়া গেল। এবং সে মরিয়াছে মনে করিয়া চারুদত্তই অলঙ্কারের লোতে বসন্তাজনকে মারিয়াছে এই কথা ব্যক্ত করিল। 'আদালতে চারুদত্তের বিচার হইল। আমুসঙ্গিক প্রমাণের বলে তিনি দোষী সাব্যস্তু ছুইলেন। রাজা তাহার প্রতি প্রাণদণ্ডের আদেশ দিলেন। চারুদত্ত বুলিতেছেন— অহো ! অবিমৃশ্যকারী রাজা পালকঃ । অথবা ঈদৃশে ব্যবহারাগ্নেী মন্ত্রিভিঃ পরিপাচিতাঃ। স্থানে খলু মহীপালা গচ্ছন্তি কৃপণাং দশাং। হয় । রাজা পালকের কি অপরিণামদৰ্শিতা। অথবা দুষ্টমন্ত্রিগণ কর্তৃক এইরূপ ব্যবহারগ্নিতে পাচিত হইয়া রাজার বড়ই দুর্দশাগ্রস্ত হইয়া থাকেন। ( ৫ ) তাহার পর রাজদণ্ডের বিবরণ ঘোষণা করিতে করিতে যখন বধ্যভূমিতে লইয়া যায় তখন একজন তাহাকে নির্দোষী বলিতেছেন, ইহু। শুনিয়া তিনি বলিলেন— ভোঃ ! শ্ৰুতং ভবক্তি ন ভীতোমরণাদম্মি, কেবলং দুষিতং যশ: বিশুদ্ধস্যহি মে মৃত্যুঃ পুত্ৰজন্মসমো ভবেৎ৷ আপনারা শুনিলেন, আমি মরিতে ভীত নই, আমার যশ দূষিত হইয়াছিল এই দুঃখ। যদি যশ বিশোধিত হইল, তবে এই মৃত্যুও পুত্রজন্মের সমান আনন্দকর হইল। (৬) কিন্তু ঐ ব্যক্তির কথা রহিল না। রাজ শ্যালকের চাতুৰ্য্যে সেই ব্যক্তির কথা অবিশ্বাস্য হইয়া গেল। অতএব চারুদত্তকে বধ্যভূমিতে লুইয়াই উপস্থিত করিল। তখন তিনি বলিলেন— প্রাপ্যৈতদ্ব্যসনমহীর্ণব-প্রপাতং ন ত্রাসো ন চ মনসোহস্তি মে বিষাদঃ ॥