もNS)○ বিবিধ প্রবন্ধ । একো মাং দহতি জনাপবাদবহি । বদ্ধব্যং যদিহ ময়া হত প্রিয়েতি ॥ এই দুঃখ মহার্ণবের প্রপাতে উপস্থিত হইয়া আমার ভয় অথবা মনের বিষাদ হইতেছে না। কেবল এক জনপিবাদ বহ্নি আমাকে দহন করিতেছে, আমি প্রিয়াকে হনন করিয়াছি। ( ১ ) সেই প্রিয়া বসন্তসেনাকে স্মরণ করিয়া চারুদত্ত পুনৰ্ব্বার বলিতেছেন— প্রভবতি যদি ধৰ্ম্মে দূষিতস্যাপি মেহদ্য, প্রবলপুরুষবাক্যৈর্ভাগাদোষাৎ কথঞ্চিৎ ৷ সুরপতিভবনস্থ যত্র তত্র স্থিতা বা, ব্যপনয়তু কলঙ্কং স্ব স্বভাবেন সৈধ। আমি প্রবল পুরুষদিগের বাক্যে এবং নিজ ভাগাদোষে যদিও আজি দূষিত হইলাম, তথাপি যদি আবার ধৰ্ম্মের প্রভাব হয়, তবে সুরপতি ভবুল হইতেই হউক, আর যে কোন স্থানে থাকুক সেই স্থান হইতেই হউক, সে নিজ স্বভাবগুণেই আমার এই কলঙ্কের অপনোদন করিবে । (৮) ইহার পর শৰ্ব্বিলক এবং তাহার সহকারিবর্গ যে রাষ্ট্রবিপ্লব ঘটাইয়াছিল, তাহার প্রভাবে চারুদত্তের নিস্কৃতি হইল, এব তাহার মাহাত্ম্য বাড়িল। মৃত রাজার শ্যালক বন্দীকৃত হইয়া চারুদত্তের সমক্ষে আনীত হইল। সেই সময়ে ঐ রাজ শু্যালকের সম্বন্ধে চারুদত্তের সহিত শৰ্ব্বিলকের যে কথোপকথন হয়, তাহা শ্রবণ যোগ্য। শৰ্ব্বি । আৰ্য্য চারুদত্ত । আজ্ঞাপ্যতাং কিমস্য পাপস্যামুষ্ঠায়তাং । আৰ্য্য চারুদত্ত আজ্ঞা করুন, এই পাপের সম্বন্ধে কি করা যাইবে ? চারু। কিম, অহং যদ ব্ৰবীমি তৎ ক্রিয়তে ? কি, আমি যাহা বলিব তাহাই করিবে ? শৰ্ব্বি । কোহক্র সন্দেহ ? তাহাতে সন্দেহ কি ?
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।