У о ধিবিধ প্রবন্ধ। এবং প্রসববেদনায় কাতর হইয়া ভাগীরথীজলে শরীর বিসর্জন করিলে পৃথিবী তাহাকে ক্রোড়ে ধারণ করিয়া ভাগীরথীকে বলেন,— যুক্তমেতদ বা রামভদ্রস্ত ন প্রমাণীকৃতঃ পাণির্বাল্যে বলেন পীড়িতঃ। নাহং ন জনকোনাগ্নিৰ্নামুবৃত্তিন সস্তুতিঃ ॥ ইছ কি রামভদ্রের পক্ষে উচিত কাৰ্য্য হইয়াছে ? বাল্যে পাণিপীড়ন, আমি, জনক, অগ্নি, চিরামুকৃত্তি এবং সন্ততি এ সকলের কিছুই প্রমাণ হইল না ? ** সীতা ঐ অবস্থাতেও রামের নাম শুনিবামাত্র বলিয়া উঠিলেন,— হা অজ্জউত্তং স্বমরাবিদহ্মি। হা ! আৰ্য্যপুত্রকে মনে পড়িল । সৰ্ব্বংসহ পৃথিবীও কন্যার এরূপ অভিমান-শূন্ততা সহিতে পারিলেন না। ধমকাইয়া উঠিলেন,— আঃ.কস্তবাধ্যপুত্রঃ– আঃ কে তোর আর্য্যপুত্র ? সীতা আমনি জড়সড়—বলিলেন,— জহ বা অম্বা ভণাদি মা যা বল ! এও সেই সীতা--রামের কণ্ঠস্বর শুনিয়া আর্য্যপুত্র না বলিয়া কি থাকিতে পারে? এবং তমসার মুখে “ঐক্ষাকে রাজা” শুনিবার পর “রাজা” বলিবে না ত আর কি বলিবে ? এক্ষণে প্রকৃত বিষয়ের অমুসরণ করা যাউক । অনন্তর রাম প্রিয়াসহচর হইয়া যে পঞ্চবটীতে পূৰ্ব্বে বাস করিয়াছিলেন, তথাকার বৃক্ষ, মৃগ, গিরিনিঝর, কনার প্রভৃতি দর্শনে উদ্দীপিতৰিরহশোক হইয়া হা প্রিয়ে জানকি ! হা দেবি দণ্ডকারণ্যবাসপ্রিয়সখি, হা দেৰি বিদেহরাজপুত্রি বলিয়া ধরণীপুষ্ঠে নিরুৎসাহ ও অধীরভাবে পতিত হইলে সীতা তমসার চরণে ধরিয়া বলিলেন,— -
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।