পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ বিবিধ প্রবন্ধ । সীতার হৃদয়ে সমুদিত হইয়াছিল। তিনি আমার ভাগ্যে জং হোছ তং হোজ্ব মনে করিয়া রামের জীবনোপায় সাধন করিতে গিয়াছিলেন ; এবং তাঁহা করিয়া স্বয়ং কিঞ্চিৎ হৃষ্টমনা হইয়াছিলেন –কবি সীতাকে “কিঞ্চিৎ হৃষ্টমন বলিলেন, তাহার তাৎপৰ্য্য এই যে, সীতার মনে লোকোপকারে আনন্দ হইল বটে, কিন্তু আত্মসম্বন্ধে তাহার ঔদাস্য রছিল। রাম চৈতন্যপ্রাপ্ত হইয়া বলিলেন,– ' - - হস্ত ভোঃ কিমেতৎ প্রশ্চ্যোতনং কু হরিচন্দনপল্লবানাং নিপীড়িতেন্দুকরকন্দলজে নু সেকঃ । আতপ্তজীবিততরো পরিতপণে মে সঞ্জীবনৌষধিরসে ক্ষু হৃদি প্রসিক্তঃ ॥ স্পর্শ; পুর-পরিচিতে নিয়তং স এষ সঞ্জীবনশ্চ মনসঃ পরিমোহনশ্চ।. সন্তাপজাং সপদি স্বঃ প্রতিহত্য মুচ্ছ1, মালদনেন জড়তাং পুনরাতনোতি ॥ আহ এ কি ! - - - - - - - হরিচন্দনপল্লবসমূহের রসস্রাবস্বরূপ, কি নিপীড়িতচন্দ্রকরকলাপের অভিষেক, কি আমার তাপিত জীবিততরুর পরিক্তপণস্বরূপ সঞ্জীবনৌষরিস আমার হৃদয়ে প্রসিক্ত হুইল । - এই যে আমার সঞ্জীবন এবং মনোমুগ্ধকর স্পর্শ, ইহা আমার পূর্বপরিচিত, ইহা হঠাৎ সন্তাপজন্ত মূছ। বিনাশ করিয়া আনন্দনদ্বারা আমাকে পুনরায় জড় করিয়া ফেলিতেছে। - সীতা শুনিলেন, এবং ভীতা ও দুঃখিত হইয়া কিঞ্চিৎ সমিয়া গেলেন ; বলিলেন— - এত্তিজং এব্ব দাণীং মে বহুদরং এক্ষণে ইহাই আমার পক্ষে যথেষ্ট । ”