পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ । ২৩ রাম পূৰ্ব্বে যেমন, সীতাপালিত করিশাবককে করিণীর সহিত ক্রীড়া কৃরিতে দেখিয়াছিলেন, এ বারেও সেইরূপ সীতার পোষিত ময়ূরকে ময়ুরীর সহিত ক্রীড়ািরসে মগ্ন দেখিলেন। এ বারেও রামের চিত্তপটে সীতার । পুৰ্ব্বমূৰ্ত্তি জাগরিত হইয়া উঠিল। তিনি বলিলেন— ভ্ৰমিযু কৃতপূটান্তর্মগুলাবৃত্তি চক্ষু | প্রচলিত চতুরক্রতাওবৈর্মওয়ন্ত্য। করকিসলয়তালৈমুগ্ধয়া নৰ্ত্তমানং সুতমিব মনসা ত্বাংeবৎসলেন স্মরামি। নৃত্য মধ্যে ঘূর্ণনকালে চঞ্চল বিলাসশালিনী অভঙ্গী দ্বারা পুটমধ্যে ঘূর্ণিত নিজ চক্ষুর মণ্ডন সাধন পূর্বক করপল্লবের তাস্তুে মুগ্ধ সীতা স্বতের দ্যায় সস্নেহাস্তঃকরণে তোমাকে নাচাইত আমি তাহ স্মরণ করিতেছি । কালিদাসও মেঘদূতে সুন্দরী কর্তৃক নর্ত্যমান একটা ময়ুরের চিত্র দিয়াছেন, যথা তন্মধ্যে চ স্ফটিকফলক কাঞ্চনী বাসযষ্টিঃ মুলে বন্ধ মণিভিরনতিপ্রৌঢ়বংশপ্ৰকাশৈ ! তালৈঃ শিঞ্জাবলয়স্কভগৈ নর্তিতঃ কান্তয়া মে ষামধ্যাস্তে দিবসবিগমে নীলকণ্ঠঃ সুহৃদবঃ ॥ সেই দুই রক্তাশোকের মধ্যে একটা স্বর্ণময় ষষ্টি প্রোথিত আছে। তাহার মূলদেশ মরকত মণিদ্বারা বদ্ধ এবং অগ্রভাগে একখানি স্ফটিক ময় ফলক নিবন্ধ আছে। তোমাদিগের স্থাৎ নীলকণ্ঠ দিৰাবসানে ঐ ফলকে উপবেশন করিলে আমার প্রিয় বলয়শিঙ্গাসহস্কৃত হস্ততাল দ্বারা তাহাকে নাচাইয়া থাকে। - ছুইটি চিত্রই অতি সুন্দর, এবং যথাযোগ্ন্য। তবে একটা বনবিহারিণী জীবপালিকা পালিতগতপ্রাণ বিশুদ্ধাত্মিক আনন্দময়ী রমণীর চিত্র এবং অপরটা ভাগ্যবানের গৃহলক্ষ্মীর ছবি। একটা চিত্রে ময়ূরের নৃত্যের সহ নর্তনকারয়িত্রী সুন্দরীর মুখ চক্ষু হস্তাদি সৰ্ব্বাঙ্গের বৈচিত্র্য এবং মনের