পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ● বিবিধ প্রবন্ধ। - মহারাজ নছু পৃচ্ছামি অপি কুশলং কুয়ার লক্ষ্মণষ্য। মহারাজ জিজ্ঞাসা করি, কুমার লক্ষ্মণের কুশল ত? রাম মনে মনে ভাবিলেন— - og অয়ে ! মহারাজেতি নিম্প্রণয়মামন্ত্রণপদং লোমিত্রিমাত্রে চ বাপস্খলিতা, ক্ষরঃ কুশল প্রশ্নঃ তথা মন্তে বিদিতসীতাবৃত্তাস্কেয়মিতি । অয়ে ! মহারাজ ! এই সম্বোধন প্রণয় শুষ্ক, ৰাস্পগদগদ এই প্রশ্ন কেবল লক্ষ্মণের কুশল সংবাদ জিজ্ঞাসাতেই পৰ্য্যৱলিত ; অতএব ইনি সীতাবৃত্তান্ত অবগত আছেন, বোধ হইতেছে । পরে বলিলেন—অtং কুশলং কুমারস্য— কুমারের কুশল । - ●。 এই বলিয়া কঁাদিতে লাগিলেন । - পাঠক দেখুন, কবি কি সুন্দর কৌশল করিয়া এই স্থানে লক্ষ্মণের নামের অবতারণা করিয়াছেন। তিনি পূৰ্ব্বেই দেখাইয়াছেন যে, সমুদয় বাহ জগৎ রামের পক্ষে একান্ত তিক্ত হইয়া উঠিয়াছিল। এ স্থলে দেখাইতেছেন যে, রামের পক্ষে সমুদয় বাহ জগতের মধ্যে এক সীতা ভিন্ন সৰ্ব্বাপেক্ষ প্রিয়তর যে লক্ষ্মণ, সেই লক্ষ্মণের স্মৃতিও তাহার সৰ্ব্বাপেক্ষ তিক্ত বোধ হইয়াছে। বাস্তৰিক যে দুইটা প্রতিকর পদার্থকে ...পূৰ্ব্বে সৰ্ব্বদা একত্ৰে দেখিতে পাওয়া যাইত, পরে সেই দুইটার একটা }যদি না থাকে, এমন হয়, তবে অপরটাকে ভাল আছে দেখিলেও, যেটা নাই, তাহার জন্য তীব্র শোকাহুভব হয়। লক্ষ্মণ কুশলে আছেন, সীতা আর নাই, এই চিন্তাটা রামের মনে উঠাইয় দিয়া কবি রামের বিরহশোকের পরাকাষ্ঠ প্রদর্শন করিলেম । কেবল তাহাই মহে, লক্ষ্মণের স্মরণে, লক্ষ্মণের দ্বারাই যে তিনি সীতাকে নির্বাসিত করিয়াছিলেন, তাহাও রামের মনে উদিত করিলেন, এবং জুতরাং সেই প্রথম বিবাসনসময়ে রাম আপনার ; কাৰ্য্য যেমন, পাপ বলিয়া জ্ঞান করিয়াছিলেন, এখনও সেইরূপ ভাব উদিত হওয়ায় আত্মগ্নানি তাহার মনে উদ্বোধিত হইল। বিবাসন-সময়ে রাম বলিয়াছিলেন— u