পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぐ)レ〜 বিবিধ প্রবন্ধ. (१) তৃতীয়াঙ্কের যে পর্য্যন্ত সমালোচিত হইয়াছে, তাহাতে দেখা গিয়াছে যে, রাম এবং ছায়াময়ী সীতা উভয়ের পঞ্চবটীতে আগমন, স্থিতি ও তথা হইতে তিরোধান একই সময়ে সংঘটিত হইয়াছিল। ইহাও দেখা গিয়াছে যে, তৃতীয়াঙ্কের প্রথম ভাগে (উপাঙ্কে) বর্ণিত কাৰ্য্যগুলি যদিও সমুদায় অঙ্কে যাহা যাহা বর্ণিত হইয়াছে, তাহারই সংক্ষেপ মাত্র; তথাপি সেইগুলি ক্ষণমাত্রে নিৰ্ব্বাহিত হইয়াছিল। আর সবিস্তরে তৃতীয়াঙ্কের ব্যাখ্যা যে পৰ্য্যস্ত করা হইয়াছে, তাহাতেও দৃষ্ট হইয়া থাকিবে যে, কি ছায়াময়ীর, কি বাসন্তীর, কি তমসার মুখ দিয়া কবি যখন যে উক্তি বহির করিয়াছেন, তৎসমুদয় রামের নিজেরই তত্তংকালোচিত মনোগত ভাবের অনুরূপ কথা হইলেও হইতে পারে । অতএব সপ্রমাণ হইতেছে যে, তৃতীয়াঙ্কে ছায়াময়ী রামের সহচারিণী; তৃতীয়াঙ্কের সমস্ত ব্যাপার স্বপ্নে বা মোহে যেমন হইয়া থাকে, সেইরূপ ক্ষণকাল মধ্যেই নিম্পন্ন ; এবং তৃতয়াঙ্কের উক্তি প্রতুক্তি সকল এক রামহৃদয়েরই বিলোড়নস্বরূপ এমন ভাবে আভাসিত। সুতরাং সমুদায় তৃতীয়াঙ্কট রামের বিরহমোহেরই রূপকবর্ণনায় পর্য্যবসিত, এরূপ মনে করা অসঙ্গত হইতেছে না । শোকাদি যে কোন ভাব অতি প্রবলরূপে মানবমনে অধিষ্ঠিত হইলে জড়জগৎ যে জীবিতরূপে প্রতীয়মান হয়, বাসস্তী ও তমসা বিরহশোকমুগ্ধ রামের সেই ভাবের ব্যঞ্জক। আর মৃতবন্ধুক ব্যক্তিরা যে, সময়ে সময়ে, বিশেষতঃ স্বপ্লাবস্থায়, আপনাদিগের হৃদয়মধ্যেই সেই সেই বন্ধুর ইঙ্গিত পরামর্শদি গ্রহণে কৃতাৰ্থম্মন্ত হইয়া থাকেন, ছায়াময়ী সীতা রানের প্রেমময় হৃদয়ের সেই অবস্থার পরিচায়ক। ভবভূতি ষষ্ঠ অঙ্কে এই কথা এক প্রকার অতি স্পষ্ট করিয়াই বলিয়া দিয়াছেন, যথা— চিরং ধাক্কা ধ্যাহ্বা নিহিত ইব নিৰ্ম্ময় পুরতঃ প্রণসেপাশ্বাসঃ ন থলু ন করোতি প্রিয়জন ।