8 R ৰিবিধ প্রবন্ধ । , বিস্মৃতি জন্মিয়াছিল, তাহ শকুন্তলাকে বুঝাইয়া মহামুনি মরীচিকে- দিয়া আজ্ঞা করাইলেন। - * বৎস্যে । বিদিতার্থাপি তদিদানীং সহধৰ্ম্মচারিণং প্রতি ন ত্বয়া মমু্যঃ কবণীয়ঃ। বৎসে । সমুদয় অবগত ছুইলে, এক্ষণে স্বামীর প্রতি আর ক্রোপ্ত করিও না । রামসীতার পুনৰ্ম্মিলন সন্ধন্ধে ভবভূতি কোন খুৎ রাখেন নাই। তিনি তৃতীয়াঙ্কে রামের বিরহশোক বর্ণনাবসরে রামসীতার পুনৰ্ম্মিলনের পথ সম্যক রূপেই পরিষ্কৃত করিয়া রাখিয়াছিলেন। মিলন সময়ে সপ্তমাঙ্কে অরন্ধতী সীতাকে মুচ্ছৰ্গপন্ন রামের নিকট আনয়ন করিয়া বলিলেন— 念 ত্বরস্ব বংসে বৈদেহি মুঞ্চশালীনশীলতাম্। এহি জীবয় মে বৎসং প্রিয়স্পর্শেন পাণিন ॥ বংসে সত্বর হও লজ্জাশীলতা পরিত্যাগ কর ; আইস প্রিয়স্পর্শ হস্তদ্বার আমার বাছাকে বাচাও । সীতা অমনি সসন্ত্রমে গিরা রামের শরীর স্পর্শপূৰ্ব্বক বলিলেন সমসসসছ অজ্জউত্তে । আর্যপুত্র সমাশ্বস্ত হও । কিন্তু যদি তৃতীয়াঙ্কে বর্ণিত রামের বিলাপাদি পূৰ্ব্বে শ্রত না থাকিত, তাহা হইলে ঐ কথা এবং ঐ কাৰ্য্যটী বড়ই বিসদৃশ বোধ হুহত । অতএব ভবভূতির পক্ষে সীতাকে গতপ্রাণবস্তুবৎ করিয়া রামের বিরহদুঃখ দেখাইবার নিতান্তই প্রয়োজন হইয়াছিল। কিন্তু পক্ষাস্তরে সীতা একান্ত রামপ্রেমময়ী রামের নিকট র্তাহার ক্ৰোধ নাই, তৃেত্ব নাই, এমন কি, প্রায় অভিমান পৰ্য্যন্ত ৪ নাই বলিলেই হয়। র্তাহার জীবনের জীবন পৰ্য্যন্ত রামরূপ মোহন মন্ত্রের বশ ।
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।