পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to বিবিধ প্রবন্ধ । , মোহিদক্ষি এদেহিং অজ্জউত্তবঅণেহিং। আৰ্য্যপুত্রের এই সকল বচনে মোহিত হইতেছি। তমসা অধিকতর স্পষ্ট করিয়া বুঝাইলেন— নৈতাঃ প্রিয়তমা বাচঃ স্নেহাৰ্দ্ৰাঃ শোকদারুণাঃ । এতাস্ত মধুনোধারা শ্চোতস্তি সবিষাত্বয়ি ॥ স্নেহাৰ্দ্ৰ কিন্তু দুঃসহ শোকব্যঞ্জক এই সকল কথা কেবল • প্রিয় কথা নয় ; এই সকল বাক্যালাপ বিষদিগ্ধ মধুখারাস্বরূপ হইয় তে প্রবর্তিত হইতেছে। t . রামের স্নেহবাক্য মধুর, এবং তাছার দুঃসহ শোকজনিত সীতাহদরের আত্মগ্লানিই বিষ। • > রাম যে কত কষ্ট পাইতেছেন, তাহার বর্ণন করিয়া বলিলেন, ময়া থলু-— যথা তিরশচীন মলাতশল্যং প্রত্যুপ্তমস্ত সবিষশ্চ দংশঃ। তথৈব তীব্রো হৃদি শোকশম্ভুঃ মৰ্ম্মাণি কৃন্তন্নপি কিং ন সোঢ়ঃ ॥ অন্তরে বক্রভাবে প্রোথিত জলদঙ্গার নিৰ্ম্মিত শল্যের স্থায়, এবং বিষাক্ত দংশনের স্তায় হৃদয়ে নিহিত তীব্র শোকশন্ধু আমার মৰ্ম্মভেদ করিতেছে, তাহা কি আমি সহিতেছি না ? এইবারে ছায়াময়ীর মুখ দিয়া সীতা হৃদয়ের অবগুস্তাবিনী আত্মগ্লানি স্পষ্টই প্রকাশিত হইল— এবংহ্মি মন্দভাইণী পুণো বি আআসআরিণী অজ্জউত্তসস । আমি এমন মন্দভাগিনী, আবার আর্য্যপুত্রের আয়াসকারিণী হইলাম । রাম নিজ দুঃখ-সহিষ্ণুতার পরিচয় দিতে লাগিলেন, এবং বলিলেন— এবমতিনিষ্কম্পস্তস্তিতান্তঃকরণস্যাপি মম সংস্তুততত্ত্বৎপ্রিয়বস্তুদর্শন দদ্যায়মাবেগঃ