পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q。 রিবিধ প্রবন্ধ । সত্যই নাই; অন্তথা বাসন্তীও ডাহাকে দেখিতে পাইতেছেন না কেন ? ইহা কি তবে স্বপ্ন ? কিন্তু অমিত নিদ্রিত নই। অথবা স্নামের স্বপ্ন কোথায় ? বারম্বার কল্পনা প্রস্থত ভ্রমই আমার পুনঃ পুনঃ অমুসরণ করিতেছে। সীতা। মএ এক দারুণাএ বিপ্নলন্ধে অজ্জউত্তো। - আমি নিষ্ঠুর, আমাকর্তৃকই আর্য্যপুত্র প্রতারিত হইতেছেন। পাঠক দেখুন, যে অবস্থায় সীতার মনে পুনৰ্ব্বার আত্মগ্লানির উদয় হইতে পারে, কবি আবার যেন তাহাকে সেই অবস্থায় আনিলেন। বস্তুতঃ সজ্জামুভূতির আতিশয্যে আত্মপ্লানির ঢেউ কেমন করিয়া উঠে, এবং পড়ে আবার উঠে, ভবভূতি প্রেমিকের হৃদয়ের এই লহরীলীলাটা দেখাইলেন। ( > 0 ) রামের সীতাবিরহশোক ষেরূপে বর্ণিত হইলে সীতার অন্তঃকরণে সহানুভূতির সঞ্চার হয়, এবং সেই সহানুভূতির আতিশয্যে আত্মপ্লানি জন্মে, এবং আত্মগ্ননিনিবন্ধন পুনর্মিলনের অভিলাষ উদ্রিক্ত হর, তাহা । ক্রমাম্বয়ে দেখাইয়া কবি তাহার পর ঐ অভিলাষ যাহাতে বৰ্দ্ধিত এবং ক্রমশঃ পূর্ণমাত্র প্রাপ্ত হইতে পারে, তাহা দেখাইতে চলিলেন। কবি এই উদ্দেশ্যসিদ্ধির অভিপ্রাষে সীতার জন্ত রাম পূৰ্ব্বে যে যে কঠিন কাৰ্য্য সম্পাদন করিয়াছিলেন, তাহ প্রথমতঃ স্মরণ করাইলেন। বনদেবী বলিলেন,— - দেব ! পশু পশু— পৌলস্ত্যস্য জটায়ুষা বিঘটিতঃ কাঞ্চায়সোহয়ংরখঃ পশ্যৈতে পুরতঃ পিশাচবদনাঃ কঙ্কালশেষাঃখরাঃ। খড়গচ্ছিন্নজটায়ুপক্ষতি রিতঃ সীতাং জলন্তীং বহমন্তব্যাকুলবিদ্যুদষুদ ইব দামভু্যদস্থাদরিঃ ॥ হে দেব ! দেখ দেখ—জটায়ু-কর্তৃক ভগ্ন কৃষ্ণলোঁহনিৰ্ম্মিত রাবণের এই রথ পড়িয়া আছে। আর সন্মুখভাগে এই সকল পিশাচের স্থায় বদন