পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

한 .বিবিধ প্রবন্ধ । কাদির তুলনা করিতে বইসেন, তাহার উত্তরচরিত, শকুন্তলা এবং রত্নাবলী পাঠ সমরে উহাদের এই চারিটা তুল্যরূপ শ্লোক দেখিয়াই পরস্পর তুলনার অবসর পাইয়াছেন মনে করেন, এবং সমগ্র গ্রন্থগুলির জাতিগত বৈসাদৃশ্যের প্রতি লক্ষ্য করেন না। উত্তরচরিত, শকুন্তলা এবং রত্নাবলীতে ঐ প্রকার সমানরূপ ছুই চারিটা কবিতার অভাব নাই। যথা— উত্তরচরিতে- । পরিপাণ্ডু দুৰ্ব্বলকপোল মুন্দরং দধতী বিলোলকবরকিমাননম্। করুণস্য মূৰ্ত্তিরিৰ বা শরীরিক্ট বিরহ্ৰাখেব বনমেতি জানকী। শকুন্তলায়→ বসনেপরিসরে বসান নিয়মক্ষামমুখী ধৃতৈকবেণিঃ। অতি নিষ্করণস্য শুদ্ধশীল মম দীর্ঘং বিরহব্রতং বিভৰ্ত্তি ॥ রত্নাবলীতে— প্রাচী স্থচয়তি দিঙুিশানাথং। পরিপাণ্ডুনা মুখেন প্রিয়মিব হৃদয়স্থিতং রমণী ॥ উদ্ভূক্ত এই তৃতীয় কবিতাটা অমৃদভূক্ত বিরহের অঙ্কুর মাত্র ; তথাপি সৌন্দর্ঘ্যে উপরকার ইট ফুল্ল বিরহ হইতে নুন নহে-কেহ ইহাকে অধিক তর স্বন্দর মনে কক্কিলেও আমাদের আপত্তি নাই। এরূপ উদাহরণ আরও দেওয়া যাইতে পারে,—অবশ্য, রত্নাবলী হইতে কম—অপর দুইটা হইতে অনেক ।