রত্নাবলী । ግ6: শিরঃপ্রদেশে দিবার নিমিত্ত সমীহিত হুইলেও যে পুষ্পাঞ্জলি মধ্যভাগে প্রক্ষিপ্ত হইয়াছিল? তাহা তোমাদিগকে রক্ষা করুন। রত্নাবলীর প্রথম অঙ্কে, সাগরিক, রাজ উদয়নকে, রাজ্ঞী বাসবদত্ত কর্তৃক সম্পূজিত হইতেছেন, এই অবস্থায় দেখিয়া, তাহাকে সাক্ষাৎ কামদেব মনে করেন, এবং স্বয়ং সেই দেবতাকে পূজা করিবেন, ইচ্ছা করিয়া মধ্য পথে কুম্নমাঞ্জলি প্রক্ষেপ করিয়াছিলেন। নান্দীর দ্বিতীয় শ্লোক— ঔৎসুক্যেন কৃতত্বরা সহভুবা ব্যাবর্তমানাহিয়া তৈস্তৈবন্ধুবধুজনস্য রচনৈনীতাভিমুখ্যং পুনঃ। দৃষ্টাগ্রে বরমাত্তসাধ্বসরসী গৌরী নবে সঙ্গমে সংরোহৎপুলক হরেণ হসত শ্লিষ্ট শিবায়াস্তু বঃ। নবসঙ্গমে বরকে সন্মুখস্থ দেখিয়া সাধ্বস বিশিষ্ট, ঔৎসুক্যবশতঃ ত্বরান্বিত, সহজলজ্জাহেতুক, প্রত্যাবর্তমান, বন্ধুবষুদিগের সেই সেই প্রবোধ বাক্যে আভিমুখ্যপ্রাপ্ত, স্মিতমুখ হরকর্তৃক আশ্লিষ্ট। অতএব পুলকিত গৌরী তোমাদিগের মঙ্গল করুন। দ্বিতীয় অঙ্কে, সাগরিক মনে মনে পতিরূপে বৃত রাজা উদয়নের নিকটে সঙ্কেতগৃহে যাইবার নিমিত্ত মনে মনে অত্যন্ত উৎসুক হইলেও লজ্জায় যাইতে পারিতেছিলেন না। অনন্তর পরিচারিক সুসঙ্গতাকর্তৃক রাজসমীপে সমানীত হইলে রাজা হর্ষ প্রকাশ পূর্বক সাগরিকাকে স্পশ করিলেন। নবসঙ্গমে সাগরিক লজ্জায় জড়ীভূত, ও উদগতপুলক৷ হইয়াছিলেন । নানীর তৃতীয় শ্লোক— ংপ্রাপ্তং মকরধ্বজেন মথনং ত্বত্তোমদর্থে পুরা, তদুযুক্তং বহুমাৰ্গগাং মম পুরো নির্লজ্জ বোঢ় স্তব। তামেবানুনয়স্ব ভাবকুটিলাং হে কৃষ্ণকণ্ঠ গ্রহং মুঞ্চে ত্যাহ রুবা যমদ্রিতনয় লক্ষ্মাশ্চ পায়াৎ স ৭ ।
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।