.রত্নাবলী গ 업 ফলতঃ নান্দীমধ্যে নাটকীয় বৃত্তান্তের এরূপ সমগ্রভাবে আভাস প্রদান শ্ৰীহৰ্ষদৈবের রত্নাবলী ভিন্ন আর কোন কবির কোন নাটকে পরিদৃষ্ট হয় না। ( & ) নাটকের নদীর মধ্যে সমুদায় গ্রন্থের আভাস প্রদান পূৰ্ব্বক নান্দীর সার্থকত সম্পাদন, এক মাত্র কবি শ্ৰীহৰ্ষই করিয়াছেন ; এবং তাহার দুইখানি নাটকের মধ্যে প্রথম প্রণীত নাগানন্দ অপেক্ষা পরবর্তী কালে প্রণীত রত্নাবলীতে ঐ বিষয়ে অভূতপূৰ্ব্ব নিপুণতা প্রকাশ করিয়াছেন। এই কথা পূর্বেই বলা হইয়াছে। এক্ষণে উল্লিখিত নাটকদ্বয়ের প্রস্তাবনা লইয়া দেখা যাউক । নাটকের প্রস্তাবনায় আলঙ্কারিকদিগের নির্দিষ্ট যে সকল প্রকারভেদ আছে, তাহাদিগের মধ্যে কোন প্রকার উৎকৃষ্ট কোন প্রকার অপকৃষ্ট, তদ্বিষয়ে তাহার স্পষ্টরূপে কোন অভিমতি প্রকাশ করেন নাই। আমাদিগেরও এই মাত্র বক্তব্য যে, নাগানন্দের প্রস্তাবনায় যে প্রণালী অবলম্বিত হইয়াছে, জাহ। বিশেষ কৌশলপূর্ণ নহে। নাগাসgন্দ স্বত্ৰধার একটী কবিতা পাঠ করিয়া নাটকের উপখ্যান ভাগের সারভূত কয়েকটা কথা এবং নায়ক জীমূতবাহনের নামমাত্র উল্লেখ করিয়া নিফ্রান্ত হইলেন। রঙ্গ-ভূমিতে নাটকীয় কোন পাত্রের উপস্থিতির আভাস প্রদান হইল না । যথা— পিত্রোৰ্ব্বিধাতুং শুশ্ৰুষাং ত্যক্তৈশ্বৰ্য্যং ক্রমাগতম্। বনং যাম্যহমদ্যৈব যথা জীমূতবাহনঃ ॥ পিতা মাতার শুশ্ৰুষা করিবার নিমিত্ত পুরুষানুক্রমে প্রাপ্ত ঐশ্বৰ্য্য ত্যাগ করিয়া জীমূতবাহনের ন্যায় আমি অদ্য বনগমন করিব। এই প্রস্তাবনাভাগে নাটকীয় কোন পাত্রের রঙ্গস্থলে উপস্থিতি স্থচিত
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।