ԳԵ- বিবিধ প্রবন্ধ । হইতেছে না। সুতরাং প্রস্তাবনার সাহিত নাটকীয় ব্যাপারের ঘনিষ্ঠ সংযোগ রক্ষা হয় নাই। ইহা অপেক্ষা কালিদাসের শকুন্তলাতে প্রস্তাবনায় অধিকতুর কৌশল দৃষ্ট হয়। তবাৰ্ম্মি গীতরাগেণ হারিণী প্ৰসভং হৃতঃ। এষ রাজেব দুষ্মন্তঃ শারঙ্গেণাতিরংহলা ॥ অতিবেগশালী শারঙ্গ কর্তৃক এই দুষ্মন্ত রাজা যেমন দুরে আকৃষ্ট হইয়াছেন, তেমনি আমি তোমার মনোহর গীতরাগে বলপূৰ্ব্বক মাকৃষ্ট হইয়াছি। /এস্থলে নটীর সঙ্গীতের প্রশংসার সহিত নাটকীয় পাত্রের রঙ্গস্থলে সাক্ষাৎ উপস্থিতি যে এক প্রকার কৌশলসম্পন্ন তাহার সন্দেহ নাই। কিন্তু রত্নাবলীর প্রস্তাবনা ইহা অপেক্ষাও স্বন্দরতর কৌশলসম্পন্ন। যথা— দ্বীপাদন্যস্মাদপি মধ্যাদপি জলনিধের্দিশ্যেহপ্যন্তাৎ । আনীয় ঝটিতি ঘটয়তি বিধিরভিমতমভিমুীভূতঃ ॥ বিধি, অমুকুল হইলে দ্বীপান্তর সাগরমধ্য এবং দিগন্ত হইতেও ত্বরীয় আনয়ন পুৰ্ব্বক অভিমত বস্তু সংঘটন করেন । এই প্রস্তাবনায় সমুদায় নাটকীয় উপাখ্যানের ছায়া পতিত হইয়াছে— নটী পূৰ্ব্বে যাহা বলিতেছিল, তাহার প্রকৃতরূপ উত্তর করা হইয়াছে— এবং নাটকীয় একটা প্রধান পাত্র যৌগন্ধরায়ণের রঙ্গস্থলে প্রবেশ সাধন করা হইয়াছে। বস্তুতঃ যেমন রত্নাবলীর নান্দীর তুল্য নান্দী সুস্কৃত নাটকে দ্বিতীয় নাই, সেইরূপ রত্নাবলীর প্রস্তাবনাও সংস্কৃত নাটকে অদ্বিতীয় বলিলেও চলে। বলিলেও চলে, এরূপ খুত রাখিয়া বলিবার হেতু এই য়ে, অপর একটা নাটকেও ইহারই তুল্য, কি ইহা অপেক্ষাও কিঞ্চিৎ উৎকৃষ্টতর একটা প্রস্তাবনা দৃষ্ট হয়। যথা মুদ্রারক্ষিসে– ক্ররগ্রহং স কেতু চন্দ্রং সংপূর্ণ মণ্ডলমিদানীং অভিভবিতুমিচ্ছতি বলাৎ (ইত্যদ্ধোক্তে ) নেপথ্যে। আঃ, ক এষ ময়ি স্থিতে চন্দ্রগুপ্ত মভিভবিভু মিচ্ছতি বলাৎ ? স্বত্র। রক্ষত্ত্বেনন্ত বুধযোগঃ।
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।