পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবযান ১৩১ যতীন বিনীত ভাবে জিজ্ঞেস করলে—আপনি পৃথিবী চেনেন তো স্তার ? —আমি আড়াই হাজার বৎসর পূর্বে পৃথিবীর অধিবাসী ছিলাম। সেই আমার শেষ জন্ম। সেবার ছিলাম গ্রীসে, তার পূর্বে দুই জন্ম ভারতবর্ধে ও এক জন্ম স্বপ্রাচীন মিশরে কাটাই । —তার পূর্বে ? —তার পূর্বে পৃথিবীতে ছিলাম না। অন্য গ্রহে সৌর-জগতে বহু জন্ম নিয়েচি। কত অদ্ভুত গ্রহ আছে, অদ্ভুত জীবকুল আছে! বিচিত্র লীলা ভগবানের । হঠাৎ পুষ্প বল্লে—আপনি ভগবানকে দেখেচেন, দেব ? -नां ।। " * —আপনি বিশ্বাস করেন তিনি দেখা দেন ? -ཕམ། -ai l —আশ্চর্য । ভগবানে বিশ্বাস করেন না ? —র্তার কোনো রূপে আমার বিশ্বাস নেই, এই কথা বলচি । ভগবানকে তোমরা যে চোখে স্বাখে, আমরা সম্পূর্ণ অন্ত চোখে দেখি । তিনি অচিন্তানীয় মহাশক্তি, বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান। দেহধারী হয়ে দেখাও দেন, আমার এই গ্রামের একটি মেয়ে প্রায়ই র্তার দেখা পায় । পুপ আশ্চর্য হয়ে বল্লে—তবুও আপনি বিশ্বাস করেন না ? —যে যেভাবে কল্পনা করে, তাকে সেইভাবেই তিনি দেখা দেন। এতে আমি বুঝি, এই তোমরাই আমার ভগবান হতে পার। নিত্যমূর্তি কি আছে তার ? সবই তার মূর্তি—এই গাছপালা, এই বনভূমি, এই তুমি মেয়েটি—ঐ অনন্ত আকাশ, ব্রহ্মাণ্ডকুল— কথা বলতে বলতে ভক্তি, জ্ঞান ও পবিত্রতার জ্যোতিতে তার মুখে শ্ৰী হোল অপূর্ব , তীক্ষ নীল আলোক বড় বড় চোখ দিয়ে কখনো ঠিকরে বেরুতে লাগলো-কখনো শাস্ত হয়ে আসতে লাগলো। ভগবানের কথায় তার কণ্ঠস্বর ভক্তিতে আপ্লুত হয়ে এল। পুষ্প তার ভুল বুঝে বয়ে—আমায় ক্ষমা করুন দেব, আমি বুঝতে পারিনি আপনাকে । আপনি তাকে ভক্তি করেন। যতীন বল্পে—পৃথিবীতে বহুদিন যান নি ? —পৃথিবীর বসন্তকালে পাহাড়ে পাহাড়ে বনে বনে ফুল ফোটে, সেই সময় পৃথিবীর মহাঅরণ্যে পর্বত-সামুর্তে নদীতীরে বেড়িয়ে দেখে আসি । কখনো কোনো অসহায়া নারীর দুঃখ দেখি কোনো জনপদে, তার দুঃখ মোচন করবার চেষ্টা করি । নীলনদীর জ্যোৎস্নারাত্রে নির্জনতটে বসে ভগবানের ধ্যান করি । শুধু পৃথিবী নয়, বহু গ্রহে এমনি আমাদের যাতায়াত। —আপনি যা করচেন, শুধু আপনাদের মত উচ্চলোকের অধিবাসীরাই তা করতে পারেন। আচ্ছ, পৃথিবীর মানুষের কর্তব্য কি ? —প্রেম—এক ওর মধ্যেই সব । —আপনি একথা পৃথিবীতে প্রচার করেন না কেন ?