পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী هوان —& f —তাত হয়েছে নাকি? —আজ দেরি হবে। মাংস রান্না হচ্ছে তোমার জন্তে । —সত্যি ? তবে তো আজ ‘ফ্রীস্ট’-এর ব্যবস্থা। ও, তুমি বুঝি “কীস্ট’ বুঝতে পারলে না ? ভোজ যাকে বলে । কি বল ? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি। বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে—তোমার মামার বাডী কোথায় খুকি ? —ভুলে গিয়েছি । —ভুলে গিয়েছি কি রকম ? সেখানে যাও না ? খুকি ঘাড় নেড়ে বললে—না। রাধামোহনের হাসি পেলে খুকির কথায় । বেশ নিঃসংকোচ ভাব ওর । , খুকি আবার বললে—তুমি একা এসেছ কেন ? 彎 রাধামোহন হাসতে হাসতে বললে – কেন বল তো ? — বোঁঝিদের নিয়ে এস। এত বড় বার্ড পডে আছে। আমোদ করুক । —তোমার তাই ইচ্ছে খুকি ? খু-উ-ব । আমি তো তাই চাই । --কতকাল এ বাডী এমনই পড়ে আছে না ! কেউ পিদিম দেয় না । এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল। এতটুকু মেয়ের মুখে এমন কথা ! পাকা গিন্নীর মত ! ও কৌতুকের সঙ্গে বললে—তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি ? —বা, লাগে না ! তোমরা সবাই এস, বাড়ীতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হক । ' কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে-- তোমার খুব খিদে পেয়েছে, না ? বডড রাত হয়ে গেল । © --নন, এমন আর বেশি রাত কি । —তোমার আবার সকালে খাওয়া অব্যেস। —তুমি কি করে জানলে খুকি ? অক্ষুট হাসির স্বর মাত্র শোনা গেল, কোন উত্তর এল না । একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে—ভাল লাগে, বডড ভাল লাগে । রাধামোহন ওর দিকে চেয়ে বললে—কি ভাল লাগে খুকি ? —এই তুমি আজ এসেছ। কেউ তো কখনও আসে না এ বাড়ীতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে ।