পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দম্পতি 340 কষ্ট গিয়েছে যে ! গ্রামে হয়, তবুও এক কথা ! এ ধরে, নিজের বাড়ী হলেও বিদেশএখানে মম ছটফট করে। হ্যা, ভালো কথা, তোমাকে একদিন শচীন ঠাকুরপো জিতে এসেছিল—কি একখানা চিঠি দিয়ে গিয়েচে । —কই, কি চিঠি, দেখি ? অনঙ্গ একখানা থামের চিঠি আনিয়া স্বামীর হাতে দিল । গঙ্গাধর চা খাইতে খাইতে খাম খুলিয়া পড়িলেন। লেখা আছে—তোমার দেখা পেলাম না এসে । শুনলাম নাকি আড়তের কাজে বার হয়েচে । দেশ থেকে বাবা চিঠি লিখেছেন, তার শরীর অস্বস্থ—একবার দেশে যেতে হবে। একটা কথা, শোভারাণী তোমার কথা সেদিন জিগ্যেস করছিল—সময় পেলে একদিন এসো না ? আমার ওখানে এসো, আমি নিয়ে যাবো। নিৰ্ম্মল এখনও কোন্নগর থেকে ফেরে নি। সে একটা গুরুতর কাজ ক’রে গিয়েচে, সেজন্যে শোভারাণীর সঙ্গে একবার তোমার দেখা করা জরুরী দরকার। এলে সব কথা বলবো । সেইজন্যেই শোভা তোমার খোজ করেচে । চিঠি পড়িয়া গদাধর বিস্মিত হইলেন। শচীন কখনো তাহার বাড়ী আসে না, আসার রেওয়াজ নাই। সে আসিয়া এমন একখানি জরুরী চিঠি দিয়া গেল ! নিৰ্ম্মল কি করিয়াছে ? শোভারাণী মস্ত-বড় অভিনেত্রী—তার সঙ্গে নিৰ্ম্মলের কি সম্বন্ধ ? তাহাকেই-বা তাহার নিজের দরকার—ব্যাপার কি ? স্বামীর মুখ দেখিয়া অনঙ্গ কৌতুহলের সহিত বলিল—কি চিঠি গা ? —ম্ব্য চিঠি ! হ্যা, ও একটা--- —কোনো খারাপ খবর নয় তো ? —নাঃ । এ অন্য চিঠি।---আচ্ছা, আমি চলে গেলে নিৰ্ম্মল এখানে এসেছিল আর ? --একদিন এসেছিল বটে। কেন বলে তো ? তার কিছু হয়েচে নাকি ? —না, সে-সব নয় । সে বাড়ী যায় নি কিনা--- —স্বধাদের সঙ্গে দেখা করেছিলে ? —না, আমার সময় কোথায়? কখন যাই ও-পাড়ার স্বধাদের বাড়ী ? —খেলে কোথায় ? —সিধুদ্ধাদের বাড়ী। হৈম এসে ডেকে নিয়ে গেল। গদাধরের কিন্তু এসব কথা ভালো লাগিতেছিল না। কি এমন ঘটিল, স্বাহার জন্য শোভারাণী খোজ করিয়াছেন ! নিৰ্ম্মল গ্রামে ফিরে নাই, অথচ তিনদিনের মধ্যেই তাহার ফিরিবায় কথা । শোভারাণীই বা তাহার খোজ করিলেন কেন ? তাহার সহিত এসব ব্যাপারের সম্পর্ক কি ? গদাধর ীিকে বলিলেন—ক’টা বাজলো দেখ তো ? --এই তো দেখে এলাম সাতটা বাজে। কেন, এখন আবার বেঙ্কবে নাকি ?