পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कृंत्रण नाशएँ sss —কেন ? —একখানা বই আনতে । —কি বই ? —রাজস্থান বলে একটা বই ৷ বৃদ্ধ রাগের স্বরে বঙ্গেন—হঁ্যা হ্যা, রাজস্থান জানি। পড়েচি। অমন করে বলে নাকি ? একটা বই ও কি রকম কথা? রাজস্থানের নাম কে না জানে! তুমিই বুঝি সিক্স ক্লাসে পড়ে, আর কেউ কিছু জানে না ? আমার এবার রাগ হল, ভয়ও হল । না, এখানে আর থাকা নয়। এ রকম বদ-মেজাজী বুড়োর কাছে কেউ থাকে ? বুড়ো আবার তখুনি স্বর নরম করে বল্লে—যাক্ গে। ছেলেমানুষের সঙ্গে আর কি হবে বকে । এখন খাবে কি তাই বলো । —আপনি যা বলেন । –তাইতে, কিছুই ঘরে নেই। —আপনি কি খাবেন ? —আমি ? ওবেলার পাস্ত ভাত আছে, নেবু দিয়ে তাই থাবো । এসো ভাগ ‘ করে দুজনে খাই । R সত্যিই আমার বড় খিদে পেয়েছিল । কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ী থেকে । পান্ত ভাত, পান্ত ভাতই সই। বুড়ো আমাকে বড় খাটালে। হাড়ি পেড়ে আনলাম ওর কথায়, কলার পাতা কেটে আনালে, ভাত বাড়িয়ে নিলে । কিছু তরকারী নেই, শুধু মুন আর ভাত । গপ-গপ করে বুড়ে গিলতে লাগলো সেই ভাত । নেবু দিয়ে খাবে বলেছিল, তাই বা কই ? তা হোলেও তো হত । কোনো রকমে খাওয়া শেষ হল । * - আমার তখন ভয় হয়েছে বৃদ্ধ নিদ্রিতাবস্থায় আমার গলা টিপে না মারে। স্বতরাং যখন বুড়ে বল্পে ঘুমুতে, তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই-ই এসে জুটলো । - বল্লাম—শোবো কোন ঘরে ? 畿 —ঘর ? ঘর তো মোটে এই একটা । —এটা তো দালান । 鱷 —দালানও যা, ঘরও তাই । এখানে মাদুর পেতে নাও, ওই দেওয়ালের কোণে মাছুর श्रोएछु । —আপনি শোবেন না ? —না। আমি কাজ করছি দেখচো না ? এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে । এইবার একটু কৌতুহলের সঙ্গে চাইতেই তিনি বলেন —যাও, শুয়ে পড়ে । এদিকে তাকাতে হবে না । আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম বটে কিন্তু আমার চোখ-কান রইল বুড়োর দিকে। আমি वि. ब्र. ७४-२>