পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९९b’ विङ्कङिब्रझनाक्लै নৃত্যুভদি । সতী, রম, পিন্ট ও কি চমৎকার অভিনয় করলে, আর কি চমৎকার মানিয়েছে ওদের } 卒 তারপরে বহুকাল পরে পথের ধারে মুমুধু অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা । সে বড় মৰ্ম্মস্পর্শী করুণ দৃশ্য ! অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ, শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হোল, তখন রাত প্রায় এগারোটা । গ্রামে মেয়েরা কেউ বাড়ি চলে গেল ন। তারা শ্ৰীপতির বোঁকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্ৰীপতির বেী ও তার ভাইবোনদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্কত্তি-গিয়ী ও শান্তির মা ও মন্টর মা খেতে বসিয়ে দিলেন আর ওদের চারিধার দিয়ে পাড়ার যত মেয়ে । ও পাড়ার রাম গাঙ্গুলির বেী বল্পেন—বেীমা যে আমাদের এমন তা তো জানিনে ওম এমন জীবনে তো কখনো দেখিনি— মন্টর মা বল্পেন—আর ভাইবোনগুলিও কি সব হীরের টুকরো। যেমন সব চেহার তেমনি গান— শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে, তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনও কাটেনি, সেই জুইফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনও খুলতে দেয় নি। ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতে পারচে না যেন । চকত্তি-গিয়ী বল্লেন—আর কি গলা আমাদের বৌমার আর রমার! পিণ্ট, অতটুকু ছেলে, কি চমৎকার করলে 1••• শাস্তির মা বল্লেন–পিণ্ট খাচ্ছে না, দ্যাথ সেজে বে। আর একটু দুধ দি, ভাত ক'ট মেখে নাও বাবা, চেচিয়ে তো ক্ষিদে পেয়ে গিয়েছে।“কি চমৎকার মানিয়েছিল পিণ্ট কে, না সেজে বেী –একে ফুটফুটে মুন্দর ছেলে শ্ৰীপতির বৌ হাজার হোক ছেলেমানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশী হয়ে উঠলে যে খাওয়াই হোল না তার । সলজ্জ হেসে বল্লে—জ্যাঠামশার আমাদের বলেন কিন্নর দল—এখন ওই নামে আমাদের— রম হেসে ঘাড় দুলিয়ে বল্লে—নিজে যে বল্পে দিদি, আমি বলতে যাচ্ছিলুম, আমার তবে ধমক দিলে কেন তখন ? তারা বল্লে—নামটি বেশ কিন্নর দল, না ? আমাদের শু্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলতে সবাই চেনে । রমা বল্পে, কৃত্রিম গর্বের সঙ্গে—প্রায় এক ডাকে চেনে—স্থ – তারপর এই রূপবান বালক-বালিকার দল, সকলে এক যোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠলো। সতী হাসতে হাসতে বল্লে—বেশ নামটি কিন্নর দল, না ? এমন একদল সুশ্ৰী চেহারার ছেলেমেয়ে, তার ওপর তাদের এমন অভিনয় করার ক্ষমত, এমন গানের গল, এমনি হাসিখুশী মিষ্টি স্বভাব, সকলেরই মনোহরণ করবে তার আশ্চৰ্য্য কি ? মন্টর মা ভাবলেন কিল্লর দলই বটে!". ওদের খেতে খেতে হাসি গল্প করতে মহাষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এল ! শ্ৰীপতির বেী বলে, আমুন, বাকী রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন ? গল্প করে কাটানো যাক ।