পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8९ বিভূতি-রচনাবলী —এখন বৃষ্টি হবে আলট্রা স্ট্রটোস মেঘে। যাকে বলে শিটুক্লাউড । ー3! —তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে । মনস্কনের আগে হাওয়া ঘুরে যাবে পুবে । —G | আর কোনো কথা বলতে আমাদের সাহস হোল না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়াতত্ত্ববিদ মুরলী মুখুজ্যেকে । মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠলো, মেঘের চাদর ঢাকা পড়লো আরও ঘন অর একখানা মেঘের চাদরে । তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্ত কিছু আগেই ঝম্ ঝম্ মুষলধারে বর্ষ নামলো । পুরো দুটি ঘণ্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রামবৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাচটার সময় আকাশ ধরে গেল । ছেলেরা তখনো পৰ্য্যন্ত স্কুলেই আটকে ছিল । কোথায় আর যাবে। সবাই আমরা আটকে পড়েছিলাম । গোপীবাবু জয়গৰ্ব্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জোকে গিয়ে বলেন-দেখলেন সার, তখন বল্লাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিলে আর এমন হোত না । মুরলীবাবু বল্লেন—অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, Higher Mathematics পড়ালে বুঝতেন। জগতে space and time নিয়ে অনেক আশ্চৰ্য্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের ęT& *TG (&«TTR (9 &&q& Mathematical Gazette-9, 33TGR ? —সেটা কি ? —এ্যালিস ইন ওয়াণ্ডারল্যাণ্ড পড়েছেন তো ? অঙ্কশাস্ত্রে এ্যালিস্ থ, লুকিংগ্রাসের পরীক্ষা আর কি। পড়ে দেখুন। গোপীবাবু চলে এলেন । অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবতঃ তিনি সঙ্কুচিত হয়ে পড়েন । বৃষ্টি থেমেছে, স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি । হেড মাস্টারকে আজ বড় জব্ব করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি ! এমন সময় ভৈরব চক্ৰবৰ্ত্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাড়িয়ে । খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বলেন—কেমন ননীবাবু, বিষ্টি হোল তো ? —এই যে চক্কোত্তি মশায়, নমস্কার । তা হোল । —হবি না ? আজ তিন দিন থেকে হোম করছি বিষ্টির জন্তে । ওর বাবাকে হতে হবে । অবিশুি বৃষ্টির পিতৃদেব কে, তা ভালো জানা ছিল না। বল্লাম—বলেন কি ? হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে! গোপীবাবু অৰ্দ্ধস্ফুট স্বরে বলে বসলেন—লাগে তাক, না লাগে তুক । ভৈরব চক্ৰবৰ্ত্তী কথাটা শুনতে পেয়ে বল্লেন—আমুন দুজনেই আমার বাড়ি মাস্টার বাবুরা। দেখুন দেখাই । গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম । মনটা বেশ ভালো । দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠাণ্ডা হয়ে গিয়েছে। আজ পনেরো দিন দারুণ গুমটে রাত্রে ঘুমুইনি। গোপীবাবু কেবল বলছিলেন—আজ খুব ঘুম হবে, কি বলেন ? —নিশ্চয় । তার আর ভুল ? ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে । সেখানে সত্যিই হোমের আগুনের কুণ্ডু—বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জগগিভুমুরের ডালের বাড়তি সমিধ (যজ্ঞের কাঠ)