পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎকর্ণ ტ8(* বল্লুম। নিজের ওপর নিজের শ্রদ্ধা বেড়ে গেল। পেছনের সন্ধ্যার আকাশে দূরে একটা গ্রামের এক মেয়ে বলেছিল—আপনার মুখ্যাতি শুনতে ভাল লাগে—সেই কথা, সেই বঁাশবন, সেই বকুলতলা, সেই ছোট এড়াঞ্চি ফুলে ভরা নির্জন মাঠ—বার বার মনে হচ্ছিল—আর মনে হচ্ছিল শিবুর বাবাকে । আজ ফি-এর টাকা পাঠিয়ে দিয়েছি—শিবুর ম্যাটিকের ফি, গরীব লোক, কাল হাটবেলা, পিয়নে যখন টাকা দেবে, কি খুশিই হবে। পশুপতিবাবু যে কাল ফোনে বলেছিল—আপনি মিডিয়ম ভালোই, তামার তার ভিন্ন কি বিদ্যুৎ চলে ? খুব ভাল কথা । বক্তৃতা অস্তে কালিদাস নাগ ও সেই পরশুকারের এ্যালবাট ডেভিস মিডের সঙ্গে দেখা । কালিদাসবাবু বল্লেন—রবিবার দুপুরে কোন এনগেজমেণ্ট নেবেন না, বিভূতিবাবু। আমার বোধ হয় উনি কোন পার্টি দেবেন বৈদেশিক ডেলিগেটদের । বাইরে আসবার পূৰ্ব্বে ডাঃ মেঘনাদ সাহার সঙ্গে দেখা । বল্লুম—মেঘনাদদা, ময়দান ক্লাবের কথা মনে আছে ? ১৯১৪ সালের ? ট্রাম লাইনের কাছে সেনেটের সিড়ির ধারে দাড়িয়েই দেখি জিনস-এর বক্তৃতার সেই কালপুরুষ উঠেচে বিদ্যাসাগরের মূৰ্ত্তির মাথার ওপরকার আকাশে । এই পাশের কার্নিসে বসে মাধববাবুর বাজার থেকে ফুলুরি কিনে খেতুম যখন ফাস্ট ইয়ারের ছাত্র—সে কথা মনে পড়ল । সেও এই শীতকালে । তখন কোথায় কি ? কোথায় সুপ্রভ, কোথায় খুকু, কোথায় আমি ! স্বপ্রভার কথা বডড মনে হচ্ছে । যদি এ সময়ে সে আসত ! যখন যে মেয়ে হলে ঢোকে, তখনই আমি দেখি সুপ্রভা যদি তাদের মধ্যে থাকে ! নীরদবাবু ও কান্তিবাবু রাস্ত পার হচ্ছেন, বল্লেন—াকত খুঁজলাম আপনাকে । সোমনাথবাবুর মুখে শুনলুম আপনি এসেচেন। কাল যাবেন ঠিক সাড়ে চারটার সময়—বিচিত্রা সম্পর্কে পরামর্শ আছে। সুধীরবাবুর দোকান হয়ে রমাপ্রসন্নের বাড়িতে বসে আশু সন্ন্যাল ও রমাপ্রসয়ের স্ত্রীর সঙ্গে গল্প করে বাসায় এসে দেখি স্বপ্রভা পত্র লিখেচে । সে আসচে ২৫শে জানুয়ারী কলকাতায় । কি আনন্দ যে হল ! এখন যদি আসে তবে তো ! তার কথার কোন ঠিক নেহ । Eddington-এর বক্তৃতায় সেনেটে বড় কড়া ব্যবস্থা ছিল । ও দুদিন খুব ভিড় ছিল বলে এ ব্যবস্থা এরা করেচে। দিনগুলো বড় ব্যস্ততা ও engagement-এর মধ্যে দিয়ে কাটচে। Dr. Fisher-এর সঙ্গে সত্যেন বোসের তর্কযুদ্ধ সেদিন বেশ উপভোগ করা গেল বেকার ল্যাবরেটরিতে। আজ সকালে সজনীর বাড়ি থেকে সাড়ে ন’টার সময় অসচি, দেখি খুব ভিড় সেনেটে । ঢুকে দেখি লর্ড হারবার্ট স্তামুয়েলের বক্তৃতা হচ্চে, বিষয় ‘Basis of Philosophy', Sir James Jeans সভাপতিত্ব করচেন—তারপর জিন্‌স্কে ভলাটিয়ারেরা ঘিরে নিয়ে এসে গাড়িতে উঠিয়ে দিলে—ওদিকে বক্তৃতা-মঞ্চে লর্ড স্তামুয়েলকে বহুলোক ঘিরেচে বক্তৃতা-মঞ্চের ওপরে, অটোগ্রাফের জন্তে । জিন্‌স অনেকক্ষণ মোটরে বসে ডাঃ কমল মুখাজির সঙ্গে কি বিষয়ে কথা বলবার পরে মোটর থেকে নেমে লর্ড স্যামুয়েলের সঙ্গে দেথা করতে গেলেন। লর্ড স্যামুয়েলকে qûst-I will see you after lunch, এইটুকু মাত্র আমার কানে গেল । তারপর লর্ড স্যামুয়েল গবর্নরের মোটরে চলে গেলেন। বহু লোক জড় হয়েছিল সেনেটের সামনের রাস্তায় এদের দেখবার জন্তে । 哆 দুটাে বিষয়ে দুটাে অদ্ভুত গোলযোগ ঘটল দিন কয়েকের মধ্যে, তাই সেটা এখানে লিখে