পাতা:বিভূতি রচনাবলী (তৃতীয় খণ্ড).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেদার রাজা ర్ఫిd ষাকে দিতে হচ্ছে সে সব সময় বাড়ি থাকবে। বিধবা মানষের আবার অত শখের বেড়ানো কিসের, এতদিন কোনো কৈফিয়ৎ চাওয়া হয় নি শরতের গতিবিধির, কিন্ত ব্যাপার ক্রমশঃ ' যে-রকম দাঁড়াচ্ছে, তাতে কৈফিয়ৎ না নিলে চলে না। শরৎ বললে, আমি তো জানতাম না ও'রা আসবেন । আমি আটটার অনেক আগে थाइँदृश झिझि —তুমি রোজ রোজ যাও কোথায় ? —পটলের বউয়ের সঙ্গে তো যাই— —কোথায় যাও ? —৬ নম্বর প্রবেশবরের গলি । হরিবাব বলে এক ভদ্রলোকের বাড়ি— —সেখানে কেন ? —পটলের বউ বেড়াতে নিয়ে যায়। ওদের জানাশনো । —আজ কোথায় গিয়েছিলে ? —একটা ধৰ্ম্মমশালা দেখতে । 驗 —ওসব চলবে না বলে দিচ্ছি-কোথাও বেরতে পারবে না কাল থেকে। ডুবে ডুবে জল খাও, আমি সব টের পাই ৷ একশো বার করে কত্তাকে বললাম পটলদের তাড়াও নীচের ঘর থেকে । এগারো টাকার জায়গায় এখনি পনেরো টাকা ভাড়া পাওয়া যায়। তাঁ কত্তার কোন কথা কানে যাবে না—পটলের বউয়ের স্বভাবচরিত্র আমার ভাল ঠেকে না— বেচারী অন্ধ পটলের বউ, তার নামে মিথ্যে অপবাদ শরতের সহ্য হ’ল না । সে বললে, আমার নামে যা হয় বলন, সে বেচারী অন্ধ, তাকে কেন বলেন ? আমায় না রাখেন, কাল সকালেই আমি চলে যাবো— —বেশ যাও । কাল সকালেই চলে যাবে— শরৎ নিশ্বিকার চিত্তে রান্নাবান্না করে গেল । লোকজনকে খাইয়ে দিলে। রাত ন’টার পরে মিনার কাকীমা বললে, তোমার কি থাকবার ইচ্ছে নেই নাকি ? —আপনিই তো থাকতে দিচ্ছেন না। পটলের বউয়ের নামে অমন বললেন কেন ? আমি মিশি বলে সে বেচারীও খারাপ হয়ে গেল ? —তোমার বড় তেজ-কাশী শহরে কেউ জায়গা দেবে না । সে কথা ভুলে যাও— —আমার কারো আশ্রয়ে যাওয়ার দরকার নেই। বিশ্বেশ্বর সহান দেবেন। আমি আপনাদের বাড়ি থাকতে পারবো না । সকালে উঠেই চলে যাবো, যদি বলেন তো রোধে দিয়ে যাবো, নয় তো খোকাদের খাওয়ার কষ্ট হবে। রাত্রে বাড়ি ফিরে মিনার কাকা সব শনলেন। সেই রাত্রেই তিনি শরৎকে ডেকে বললেন, তুমি কোথাও যেতে পারবে না বামন-ঠাকরান। ও যা বলেছে, কিছ মনে করো না। শরৎ মিনর কাকার সামনে বেরোয় না, কথাও বলে না। ঝিকে দিয়ে বলালে, তিনি যদি যেতে বারণ করেন, তবে সে কোথাও যাবে না । কারণ গৌরী-মা তাকে যাঁর হাতে স’পে দিয়েছিলেন—তাঁর অথাৎ মিনর মা'র বিনা অনুমতিতে সে এ সংসার ছেড়ে যেতে পারবে না । আরও দিন পনের কেটে গেলে । একদিন বিশ্বেশ্বরের গলির মুখে সেই বড়ীর সঙ্গে আবার দেখা। বড়েী বললে, কি গা, যাচ্ছ কোথায় ? কোন ছত্তরে ? শরৎ অবাক হয়ে বললে, আমি ছত্তরে খাই নে তো ? আমি লোকের বাড়ি থাকি যে ।