পাতা:বিভূতি রচনাবলী (তৃতীয় খণ্ড).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেদার রাজা එ8දෘ —তা দেবো মা। কখনো তোর কাউকে কিছু হাতে করে দেওয়া হয় না—তুই হাতে করে দিয়ে আসিস —হরি সেকরাকে আজই দলের কথা বলে দিই— বিবাহের দু-তিন দিন আগে কেদার শাড়ি ও দল এনে দিলেন। শরৎ কাপড়ের পাড় পছন্দ না করাতে দবার তাঁকে ও গোপেশ্বরকে ভাজনঘাটের বাজারে ছুটোছুটি করতে হ’ল । শরৎ নিজে ওদের বাড়ি গিয়ে রাজলক্ষসীকে আইবড়ো ভাতের নিমন্ত্রণ করে এল। সকাল থেকে শাক, সন্তনি, ডালনা ঘণ্ট অনেক কিছ রান্না করলে। গোপেশ্বর চাটুজে এসব ব্যাপারে শরৎকে কুটনো কোটা ফাইফরমাশ—নানা রকম সাহায্য করলেন । শরৎ বললে, জ্যাঠামশায়কে বড় খাটিয়ে নিচ্ছি— —তা নেও মা । আমি ইচ্ছে করে খাটি । আমার বড় ভাল লাগে—এ বাড়ি হয়ে গিয়েছে নিজের বাড়ির মত। নিজে যা খুশি করি— ইতিমধ্যে দাবার গোপেশ্বর চাটুজে চলে যাবার ঝোঁক ধরেছিলেন, দবার শরৎ মহা আপত্তি তুলে সে প্রস্তাব না-মঞ্জর করে । - শরৎ বললে, সেই জন্যেই তো বলি জ্যাঠামশায়, যতদিন বাঁচবেন, থাকুন। এখানে । এখান থেকে যেতে দেবো না । —সেই মায়াতেই তো যেতে পারি নে—সত্যি কথা বলতে গেলে যেতে ভালও লাগে না । সেখানে বৌমারা আছেন বটে, কিন্তু আমার দিকে তাকাবার লোক নেই মা—তার চেয়ে আমার পর ভাল—তুমি আমার কে মা ? কিন্ত তুমি আমার যে সেবা যে যত্ন করো তা কখনো নিজের লোকের কাছ থেকে পাই নি—বা রাজামশায় আমায় যে চোখে দেখেন— o শরৎ ধমকের সরে বললে, ওসব কথা কেন জ্যাঠামশায় ? ওতে পর করে দেওয়া হয়। সত্যিই তো আপনি পর নন ? রাজলক্ষসী খেতে এল । শরৎ বললে, দাঁড়া কাপড় ছাড়তে হবেরাজলক্ষী বিস্ময়ের সরে বললে, কেন শরৎদি ? —কারণ আছে। ঘরের মধ্যে চলাপরে কাগজের ভাঁজ খালে শাড়ি দেখিয়ে বললে—পর এখানা—পছন্দ হয়েছে ?—তোর কান মলে দেবো—কান নিয়ে আয় এ দিকে—দেখি— —দল ? এসব কি করেছ শরৎদি ? —কি করলাম। ছোট বোনকে দেবো না ? সাধ হয় না ? রাজলক্ষী গরীবের মেয়ে, তাকে এমন জিনিস কেউ কোনোদিন দেয় নি। সে অবাক হয়ে বললে, এই সব জিনিস আমায় দিলে শরৎদি ! সোনার দলে— শরৎ ধমক দিয়ে বললে, চপে । বলিনি আমাদের রাজারাজড়ার কাণ্ড, হাত ঝাড়লে পৰ্ব"ত— রাজলক্ষীর চোখের জল গড়িয়ে পড়ল । নীরবে সে শরতের পায়ের ধলো নিয়ে মাথায় দিলে । বললে, তা আজ দিলে কেন ? বুঝেছি শরৎদি—তুমি যাবে না বিয়ের রাতে । —যাবো না কেন—তা যাবো—তবে পাড়াগাঁ জায়গা বুঝিস তো— —তোমার মত মানুষ আমার বিয়েতে গিয়ে দাঁড়ালে আমার অকল্যাণ হবে না শরৎদি। এ তোমায় ভাল করেই জানিয়ে দিচ্ছি, তুমি না গেলে আমার মনে বন্ড কষ্ট হবে। আর তুমি গেলে যদি অকল্যাণ হয়, তবে অকল্যাণই সই— —ছিঃ ছিঃ-ওসব কথা বলতে নেই মাথে—আয়, চল রান্নাঘরে—কেমন গোটা দিয়ে