পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮ বিভূতি-রচনাবলী ওবেলা তাহার কথাবার্তায় হয়তো মনে দুঃখ পাইয়াছে । শিশিবোতলের মাঝখানে উপবিই মঞ্জুর ভরসাহার করুণ মুখের ছবি মনে আসিল । মধুকে সে কোনো দুঃখ দিবে না। এ ব্যাপার লইয়া আর কোনো কথা সে মঞ্জুকে বলিবে না। . কিন্তু রবিবার তো ফুরাইয়া আসিল । সন্ধ্যার দেরি নাই। আর কতক্ষণ ? সত্যিই কি সে মজুদের বাড়ী দেখা করিতে বাইবে না ? তাহা হয় না। এখন গেলে তবুও রাত নট BBD DBBB BBBS BB BS BBB BBB BBB S BBS BBBB BBB BBS নিজের বাড়ীর সামনে আসিয়া নিধু ইতস্তত করিতেছে—এমন সময় সে দেখিল মঞ্জু এবং তাহার পিসতুতে বৌদিদি ওদিকের পথ দিয়া আসিতেছে । নিধুকে দূর হইতে দেখিয়৷ মৰু বলিল—ও নিখুদা, দাড়ান— নিধু বলিল—তোমরা কোথাও গিয়েছিলে নাকি, মঞ্জু ? —আমি আর বৌদি হৈমদির বাড়ী, আর ওদের পাশে পরেশকাকাদের বাড়ী বেড়াতে গিয়েছিলাম বে। সেই কখন বেলা দুটোর সময় গিয়েচি–আসব-আসব করচি–কিন্তু হৈমদি’র মা চা খাবার না খাইয়ে ছাড়লেন না—ডাই একেবারে সন্দে হয়ে গেল । —ত তো জানি নে—ও ! —আপনি গিয়েছিলেন আমাদের বাড়ী ? —আমি একটু বেড়িয়ে ফিরচি—তোমাদের ওখানে যাওয়া হয় নি— —আমিও ভাবচি নিখুদা এসে কি বসে আছে । আরও তাড়াতাড়ি করচি। জিগ গেন্স रुक्न বোঁদিকে—ন বৌদি । মঞ্জর বৌদিদি বলিলেন—হ্যা, ও তো অনেকক্ষণ থেকে আসবার ঝোক করচে–ত একজনের বাড়ী গেলে কি তক্ষুনি আসা ঘটে ? বিশেষ কখনো যখন যাই নে— মৰু বলিল-আম্বন নিখুদা, চলুন আমাদের বাড়ী— নিধুর অভিমান অনেক আগেই কাটিয়া গিয়াছিল। মঞ্জু যে আজ তাহাকে ভাকিয়া পাঠায় নাই, তাহার সম্পূর্ণ যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান। বাড়ীতে পৌঁছিয়া মঞ্জু বলিল—কি খাবেন বলুন নিখুদা— মঞ্জুকে আজ ভারি স্বন্দর দেখাইতেছে। নিজের বাড়ীতে বসিয়া থাকে বলিয়া মৰু কখনে৷ সাজগোজ করে না—আজ পাড়ায় বেড়াইতে বাহির হুইয়াছে বলিয়া লে চওড়া শাম্বা জরির পাড় বসানে চাপা রঙের ভালো সিস্কের শাড়ী ও ফিকে গোলাপী রঙের ব্লাউজ পরিয়াছে— কপালে টিপ, চমৎকার টিলে খোপা বাধিয়াছে—পায়ে মাদ্রাজি তাণ্ডেল—খুব মৃদ্ধ এলেন্সের সৌরভ তাহার চারিপাশের বাতালে। মুখশ্ৰীতে প্ৰগলভতা নাই, অথচ বুদ্ধি ও আনন্দের দীপ্ত সঙ্গীৰ ভঙ্গি তাহার মুখে, হাত-পা নাড়ার ভঙ্গিতে, কথা বলিবার ধরনে। নিধু আমতী-আমতা করিয়া বলিল—তা—ৰা খাওয়াৰে— —আপনার জন্যে কি খাবার করে রেখেছিলাম জানেন ? বলুন তো ? নিধুৰিস্থিত কণ্ঠে বলিল-আমার জন্তে ।