পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখোশ ও মুখঞ্জ Y8& কালিদাস মুখ তুলিয়া দেখিলেন ভাস এদিকে আসিতেছেন। ‘মেঘদূত’খানা ভাড়ী তাড়ি বদ্ধ করিয়া শশব্যন্তে উঠিয়া কালিদাস আগাইয়া গিয়া ভাগকে অভ্যর্থনা করিয়া লইয়া আসিলেন। wĽ ভাস বৃদ্ধ ব্যক্তি, শিখা-স্বজধারী বাঙ্গিক ব্রাহ্মণের মত তেজোব্যঞ্জক মূখন্ত্র, বড় বড় চোখ, , শ্বেতশ্বশ্র বুকের উপর পড়িয়াছে। বেশ দীর্ঘচ্ছদে পদবিক্ষেপ করিয়া হাটিবার অভ্যাগ আছে । আসিতে আসিতে বলিলেন—সকালে কি করছিলে । গাছের তলায় বসে ছিলে দেখলাম । কালিদাস বিনীতভাবে বলিলেন-আঞ্জে, বসে বসে ‘মেঘদূত’খানা একবার দেখছিলাম। কাল রাত্রে যে রকম গুমোট গিয়েছে—তাতে গাছতলায় বসলে তবুও একটু— —নাং, দু’ চোখের পাতা কাল বুজুতে পারি নি। স্বৰ্গ আর সে স্বৰ্গ নেই। ক্রমেই খারাপ হয়ে আগচে । দেবরাজ উদাসীন, একবিন্দু বৃষ্টি পড়ে নি আজ দশ পনেরো দিন । তারপর তোমার কাছে একটু এলাম বাবাজী— কালিদাস বয়োজ্যেষ্ঠ পূজ্যপাদ কবিকে সাদরে আসন প্রদান করিয়া বলিলেন--বিশ্রাম করুন। ব্যজনী কি আনাবো ? —থাকৃ, দরকার হবে না। এটি চম্পক বৃক্ষ দেখচি ৰে। —আজ্ঞে, নন্দনকানন থেকে দেবরাজের কৰ্ম্মচারীকে বলে কয়ে একটি চারা জানিয়েছিলাম। তবে এখনো পুষ্প-প্রসবের সময় হয় নি। —সে কি রকম ? বর্ষাকাল, সে সময় তো উত্তীর্ণ হয়ে গিয়েচে না কি ? এখন তো— —তা নয়। এ একটু অন্যরকম। আপনি যদি আজ্ঞা করেন, আপনাকে একটি চারা দিতে পারি । —চম্পকের চারা আপাতত. আবগুক নেই। আমি এসেছিলাম তোমার কাছে অন্ত একটু কারণে। আমাকে স্বৰন্ধু বলছিল তোমার "মেঘদূত’-এর নাকি ৰাষ্ময়-আলেখ্য হয়েচে, মর্ত্যে নাকি কোন গ্রেক্ষাগৃহে দেখানো হচ্চে। এই হল আমার নান্দী। এখন উত্তর wie I p —জাঙ্কে আপনার কথা যথার্থ। স্ববন্ধু আপনাকে ঠিকই বলেচে । আজ ভাবছিলাম মর্ত্যে গিয়ে দেখে আসব দেব, আপনি সঙ্গে চলুন না ? নিশ্চয় বাবে । সেই শুনেই তো আমি সকালেই এখানে এলাম। আজকাল মর্ত্যে আমাদের আর আঙ্গর নেই। সংস্কৃত ভাষাটাই ভারতবর্ষে সবাই ভুলে যাচ্চে। এখন সেখানে অন্ত ভাষার চর্চা । —জাজে বহু জৰ্বাচীন বালক কবির আজকাল সেখানে প্রাচুর্ভাব । —তবুও তো তোমার কাব্য সেখানে আবৃত হয়, পঠিত হয়। আমার জৰিমারক"-এরDDHS HB BBDDBDS DD DB BBB BB BBC S LDBB BBB DDDSBBB L B হোলো। আমার নাটক কে পড়ে। वि. ब्र, ۵ د - ه o