পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* খরো বাগদিনী eद्र नांव ‘वहब्र', ७ब्र बांटन वजt७ *ांब्रव नl । गवांहे छांटक वtब्रां बांभनिनौ व'tज ।। ७कल्ले মোটালোটা, কুচকুচে কালো, জাট সাট গড়নের, বয়েস চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। এই পাড়াতেই বামুনবাড়ী বরো কাজ করতে, বাইরের কাজ, কারণ বাগদিনীর হাতের জলে কোন কাজ হবে না। গোয়াল গোবর করা অর্থাৎ গোয়াল পরিষ্কার করাই ছিল তার প্রধান কাজ। বিচুলি কেটে গরুকে জাবও দিত। উঠোন বাটও তি। একদিন শুনলাম, বরে মুখুয্যেবাড়ীর কাজ ছেড়ে দিয়েচে । মুখুধ্যে মশাই নিজেই এলে আমার কাছে নালিশ করলেন। বললেন--তুমি তো পঙ্গীমঙ্গলের সেক্রেটারী, এর একটা বিহিত করো— —কি ব্যাপার হয়েচে কাক ? —সেই বরে বিটি আজ কোথাও কিছু না, কাজে এল না আমার বাড়ীতে। এক হাটু হয়ে রয়েছে গোয়াল, থৈ থৈ করচে উঠোন আর বিটি কিনা স্বচ্ছন্দে বললে আমি কাজ করবে না। ছোটলোকের এত বড় আম্পন্ধা আর সহি হয় না। বলি বাই দিকে বিভূতির কাছে, একটা বিহিত এর করে দিকি বাবা। —কাজ ছাড়লো কেন হঠাৎ, তা কিছু জানেন । --কি করে জানবো বাবা, কাল বললে আমার তামাক-পোড়া খাওয়ার পয়সা আলাদা দিতে হবে। তাই বললাম, তিন টাকা করে মাইনে আবার তার ওপর তামাক-পোড়া খাওয়ার পয়সা ! পারবে না। তাই বাবা— • –এর কি করা যাবে পল্পীমঙ্গল থেকে বলুন ? আপনার পয়সা-কড়ি নিয়ে সে তো আর চলে বায় নি! আমি কি করবো বলুন কাকা। আমার দ্বারা কিছু হবে না। —তা হবে কেন ? তা কি আর হবে ? ছাইভন্ম কি সব মাথামুণ্ডু লিখতেই শিখেচো। গায়ের কোন উপগার কি তোমায় দিয়ে হবে বাবা-তা হবে না। সে বুঝতে পেরেচি অনেকদিন— মূখুষ্যে কাকা অপ্রসন্ন মুখে চলে গেলেন । কি করবো-আমি নাচার। পঞ্জীমঙ্গল সমিতির সেক্রেটারী তো আর নবাব-নাজিম খানজা খা নয় যে, ৰাকে তাকে ধরে নিয়ে এসে ষে কোনো অপরাধে গঙ্গান নেবো। আমি কি করতে পারি বরে বাগজিনীর ? হঠাৎ বরোর সঙ্গে একদিন গোপালনগরের পথে দেখা । একটা ভাঙ্গ চুপড়ি কাখে সে বাজারে যাচ্ছে, পরণে শতছিন্ন মলিন বস্ত্র। বললাম—কি বরো ? ভাল আছ ? বরে। থমকে রাস্তার এক পাশে সরে গিয়ে দাঁড়াল জড়সড় হ’য়ে, আমায় পথ দেবার জsে, ৰদিও তার কোনো প্রয়োজন ছিল না, পথ দু’জনের পক্ষে যথেষ্ট চওড়া। বললে–বাৰু, জামাকে কাঠ দেবেন একখানা ! -कां# ? कि कांठं ?