পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

star SS লোভ হয়েচে নাকি ? খুব সাবধান। ওদিকি তাকাবি নে। আমরা তিন সতীনে ক্যাটা নিয়ে দোরগোড়ায় বসে পাহারা দেবো, বুঝলি তো? ঢুকবার বাগ পাবি ক্যামন করে ? কাছাকাছি সবাই হি হি করে হেসে উঠলে । এমন সময়ে একটা আশ্চৰ্য্য ব্যাপার দেখা গেলা-ঠিক কি সেই সময়েই দেখা গেল স্বয়ং ভবানী বাড়ুধ্যে রাঙা গামছা কাধে এবং কোলে খোকাকে নিয়ে আবির্ভূত । নালু পালের স্ত্রী তুলসী বললে—ঐ রে! ঠাকুর জামাই বলতে বলতেই ওই যে এসে tfirst ভবানী বাড়ুৰ্য্যে কাছে এসে বললেন-বেশ! আমাদের ঘাড়ে ওকে চাপিয়ে দিয়ে-বেশ! ও বুঝি থাকে । ঘুম ভেঙেষ্ট মা মা চীৎকার ধরলো। অতি কষ্টে বোঝাই-তাই কি বোঝে ? খোকা জনতার দিকে বিভ্রান্তদৃষ্টিতে চেয়ে চেয়ে বললে—ম- বিলুদুটে গিয়ে খোকাকে কোলে নিয়ে বললে-কেন, নিলুকোথায় ? আপনার ঘাড়ে চাপানো হয়েচে কে বলগে ? নিলুৱা কোলে বসিয়ে দিয়ে আমি --বৌদিদিরা ডেকে পাঠালেন নিলুকে । বড়দাদার শরীর অসুখ করেচে-ও চলে গোল अभिiब्र धांद्ध bहिध বৌঝিায়। ভবানীকে দেখে কি সব ফিসফিস্ করতে লাগলো জটলা করে। কেউ কথা বলবে না। সে নিয়ম এ সব অঞ্চলে নেই। প্ৰবীণা বিধু এগিয়ে এসে বললে-ও বড়-মেজ ছোটজামাইবাবু, সত্ব বৌঝিরা বলচে, ঠাকুৱঞ্জামাইকে আঙ্গ যখন আমরা পেয়ে গিাইচি তখন আজ অৱ ছািড়চি নো-আমাদের ভবানী বাড়ুৰ্য্যে কথা শেষ করতে না দিয়েই তাড়াতাড়ি হাত জোড় করে বললেন-না, মাপ করুন বিধুদিদি, আমি এক পেরে উঠবো না-বিয়েস হয়েছে এই কথাতে একটা হাসির বন্যা এসে গেল বৌঝিদের মধ্যে । কায়ে চাপা হাসি, কেউ খিলখিল করে হেসে উঠলো- কেউ মুখ ফিরিয়ে নিয়ে ওদিকে, কেউ ঘোমটার আড়ালে খুক খুক করে হাসতে লাগলো-হাসির সেই প্লাবনের মধ্যে ভাদ্র অপরান্ধুে নদীয় ধারের কদম ডালে রাঙা রোদ আর ইছামতীর ওপারে কাশফুলের দুলুন। কোথাও দুরে ঘুঘুৱ ডাক । নিস্তারিণীর কোলে খোকার অর্থহীন বকুনি। সব মিলিয়ে তেরের প্যালুনি আজ ভালো zBB BuuBuBtS EBDD Sii KDD DDS BDD DDDD DBDL LgB 5श्म कि b कोंध ! মতুন ম্যাজিষ্ট্রেট সাহেব নীলকুঠি পরিদর্শন করতে এসেছিলেন। মিঃ ডকিনসন বদলি হৱে যাওয়ার পরে অনেক দিন কোনো ম্যাজিস্ট্রেট নীলকুঠিতে পদাৰ্পণ করেন নি। কাজেই অভ্যর্থনায় আড়ম্বর একটু ভালো রকমই হোলো। খুব খানাপিনা, নাচ ইত্যাদি হয়ে গেল। যাবার সময় নতুন ম্যাজিস্ট্রেট কোলম্যানসাহেব বড়সাহেবকে নিভৃতে কয়েকটি সম্পদেশ দিয়ে c୩ନୀ ।