পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w88 डूिङि-बष्नांबौ হাতে সামান্য কিছু টাকাও দিয়ে দিলাম ওয়া স্বামীর শ্ৰাদ্ধশাস্তির জন্মে। এই ছ সাত দিন ও ডাকবাংলায় ঘটাতে একটা ছোটখাটো সংসার পেতে বসেছিল-যাবার সময় বড় কান্নাকাটি করতে লাগল। ভায় যেন যাবার ইচ্ছে নেই। সে কি সত্যিই ভেবেছিল চিরকালের আশ্রয় হবে ওর এই ডাকবাংলায়--পথিপাৰ্ম্মেয় ডাকবাংলায় ? ধে আশ্ৰয় ওয়া স্বামীর ঘরে পেলে না ? শৈলবালা ওর পোটলা-পুটলি নিয়ে মোটরে উঠছে। মোটরে ওকে বলরামপুর পাঠানো হবে, সেখান থেকে ট্রেনে উঠবে } সন্ধ্যাবেলা, পঞ্চমীয় জ্যোৎস্না পড়েছে মীঠাবুরু শৈলশ্রেণীর শালবনে, করঞ্জাফুলের তেমনি মিষ্ট সুবাস বাতাসো-সেদিন নাকটিস্টাড়ের বনে, শোভা নদীর তীরের বন-ভূমিতে যেমন পেয়েছিলাম। মাদল বাজছে মাঝগ্রামের মহুয়া, মদের ভাটিতে। কেমন জীবনের মধ্যে ও যাচ্ছে, কে ওকে আশ্ৰয় দেবে-এ সব কথা মনে না উঠে পারল না । চলে গেল ওদের মোটর। পরদিন সকালে মিঃ সরকার এসে হাজির। আমরা বললাম--কি মনে করে ? হঠাৎ যে ? --না। ওখানে আগব না। উপানন্দ মণ্ডলের ব্যাপারে বুঝলাম যে এখানে চাকরি পোষাবে না। ফ্যামিলি না নিয়ে থাকলে আমার চলবে না। আর আনলে তো অমান বিপদ সবারই হতে পারে। আজই রিজাইন দিয়ে দেব। অমন জায়গার চাকরিতে। মিঃ সরকার সেই দিনই পুরুলিয়ায় চলে গেলেন, তঁকে বলে বুঝিয়ে কিছুতে রাখা C Fl i