পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰন্থ পরিচয় ‘ইছামতী’ বিভূতিভূষণ রচিত শেষ উপন্যাস। তঁহার জীবৎকালেই ১৯৫৪ খ্রীস্টাব্দের ১৫ জানুয়ারী ইছামতী’ পুস্তক আকারে সর্বপ্রথম প্রকাশিত হয়। তাহার পূর্বে উপন্যাসটি ধারাবাহিক রচনা হিসাবে কয়েকমাস ‘অত্যুদয় মাসিক পত্রের পাতায় প্রকাশিত হইয়াছিল! কোনো কারণে “অত্যুদয়’-এর প্রকাশ বন্ধ হইয়া গেলে “ইছামতী’ সাময়িক পত্রের পাতায় অসমাপ্ত অবস্থায় পড়িয়া থাকে। শ্ৰীধুক্ত গজেন্দ্ৰকুমার মিত্র ও শ্ৰীযুক্ত গৌরীশঙ্কর ভট্টাচার্যের আগ্রহে বিভূতিভূষণ পুনরায় ‘ইছামতী’ রচনা শুরু করেন। এই বিষয়ে তাহার অপ্ৰকাশিত দিনলিপি এবং পর্যন্ত্রাবলীতে উল্লেখ পাওয়া যায় । ‘’ইছামতী’ উপন্যাসের প্রথম প্ৰকাশ কাল ; ইছামতী, প্ৰথম সংস্করণ, ১৫ জানুয়ারী ১৯৫৪ (পৌষ ১৩৫৬ ) { ধোলপোষ্ট্ৰী ডবলা-ক্ৰোউন সাইজ পৃ. ৪২৪ ভার্ডবোর্ড কাগজের মলাট। প্ৰকাশক : মিত্ৰালয়, ১°, শ্যামাচরণ দে স্ট্রীট, কলিকাতা-১১ ৷৷ বিভূতিভূষণের মৃত্যুর পরে পশ্চিমবঙ্গ সরকার ঠাঁহাকে ইছামতী’ উপন্যাসের জঙ্ক মরনোত্তর “রবীন্দ্রী-পুরস্কার' প্ৰদান করেন। ১৯৫০-৫১ সালের জন্য তঁহাকে এই পুরস্কার দেওয়া হয় { বিভূতিভূষণের পূর্বে একমাত্র সঙ্গনাথ ভাদুড়ী ‘জাগরী’ উপন্যাসের জন্য ‘রবীন্দ্রী-পুরস্কার” পান। বিভূতিভূষণ তঁহার সাহিত্য জীবনের উবােকাল হইতেই ‘‘পথের পাঁচালী” ও “অপরাজিত" বাদে অন্ততঃ তিনটি উপন্যাস রচনা করিবেন। এইরূপ কল্পনা করিয়া রাখিয়াছিলেন । ‘পথের পঁচালী” রচনার সঙ্গে সঙ্গেই তিনি “আরণ্যক” “দেবযান’ ও ‘ইছামতী’ রচনার কথা ভাবিয়া DBBBBD SODLDLE sKD BiSiD DgSLLkDLD DB BKK KEDE D S DDY ‘উৎকর্ণ’ ও ‘হে অরণ্য কথা কও’ দিনলিপিতেও ইছামতী’ উপন্যাস রচনার সংঙ্কল্প প্ৰকাশ 外f该引T破1 'ইছামতী’ উপন্সাস রচনার জন্য বিভূতিভূষণ অনেক কাল ধরিয়া প্ৰস্তুতও হইতেছিলেন । ন্ত্রিশ দশকের গোড়া হইতেই তিনি “ইছামতী’ উপস্থাস রচনার উপকরণ সংগ্ৰহ শুরু করেন । ১৯৪৪ খৃষ্টাব্দ হইতে তিনি মোল্লাহাটি এবং তৎ-পার্শ্ববৰ্ত্তী অঞ্চলে ‘ইছামতী'র পটভূমি সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চায়ের জন্তু ঘোরাঘুরি করেন। ১৯৪৬ সালের পুৱা গ্ৰীষ্মকাল তিনি ইছামতী’ উপন্যাস রচনার উপকরণ সংগ্রহে ব্যাপৃত থাকেন। বিভূতিভূষণের দিনলিপিতেও অনেক fossin fL ICER ALE : “পথের পাঁচালী” লেখায় সময় হইতেই যে বিভূতিভূষণ ইছামতী’ রচনার পরিকল্পনা করিয়াছিলেন, সে বিষয়ে ‘স্মৃতির রেখা'তে নিম্নরূপ উল্লেখ পাওয়া যায় ; “-কিলিবলিয়াতে স্নান করতে এলাম। ঠাণ্ডা জলে নাইতে নাইতে ভাবছিলাম-ঐ আমাদের গ্রামের ইছামতী নদী। আমি একটা ছবি বেশ মনে করতে পারি—এই রকম ধু ধু DuS BHE BYS EDSGBS BD BDBD DuuD kuuBB DBDD LKED DDD