পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विडूख्रिश्र्नांदगैी একবার আকবর আলি লেঠেলের সঙ্গে লড়ি চালিয়েছিল ঢাল আর লড়ি নিয়ে। নীলকুঠিয় বড় লেঠেল আকবর আলি। বড়দি এমন মাগলেছিল, একটা লড়ির ঘাও মায়তি পারে নি। ওর গায়ে। শরীরে শক্তিও আছে বড়দির। দুটাে বড় বড় ক্ষিত্তরে ঘাড়া কঁাকে মাথায় ক'রে নিয়ে আসতে পারে। এখনও পারে। ভবানী বাঙ্গুষ্যে হলা থেকে ও অঘোর মুচিকে নিয়ে বাড়ীর মধ্যে ঢুকে ডাক দিলেনও তিলু, শুনে যাও-ও তিলু, ও বড় বৌ তিলু খোকাকে দুধ খাওয়াচ্ছিল। একটু পরে খোকাকে কোলে করে এসে বললেব্যাপারে, এসব ডাকাতের দল কেন আমার বাড়ীতে । হলা পেকে উত্তর দিলে-বড়দি, পেটের জালায় এইচি। খাতি স্থাও, নইলে লুণ্ঠ হবে। তিলু হেসে বললে-আমি লাঠি ধরতি জানি। -Çन cठा खानि । -বার করি ঢাল লড়ি ? --কিসের লড়ি ? -भवन कब्रि। অঘোর মুচি বললে—সত্যি বড়দি, হাত বজায় আছে তো ? --খেলবি নাকি এক দ্বিীন ? মনে আছে সেই ব্লথতলার আখড়াতে ? তখন আমার বয়েল কত-সতেৱো আঠারো হবে।-- --উঃ, সে যে অনেকদিনের কথা হয়ে গেল। তখন ব্লথতলার আখড়াতে মোদের বডড খেলা হোত। মনে আছে খুব। --বিলো, আমি আসটি। একটু পরে দুটি বড় কাটাল দুহাতে বোটা খুলিয়ে নিয়ে এসে তিলু ওদের সামনে রাখলে। বললে-থাও ভাই সব, দেখি কেমন জোয়ান হল পেকে বললে-কোন গাছের কাটাল দিদি ? --ম্যালসি। --वांश्च न द्वन् । --রািস খাজা। এখন আষাঢ়ের জল পেলে কাটাল আর রস থাকে ? খাও দুজনে । মিনিট দশ-বারোর মধ্যে আঘোর মুচি তার কাটালটা শেষ করলে। হুলা পেকের দিকে তাকিয়ে বললে--কি ওস্তাদ, এখনো বাকি যে ? --কাল রাক্তিরি খাসিয়া মাংস খেয়েলাম সেরা দুয়েক । তাতে করে ভাল খিদে নেই। তিলু বললে-সে হবে না। দাদা। ফেলতি পারবে না। খেতে হবে সবটা। অঘোর দাদা, আর একখানা দেবো বায় করে ৫ ও গাছের আর কিন্তু নেই। খায়েরখাগীয় কঁাটাল আছে খান চায়েক, একটু বেশি খাজা হবে। -fes, du qrtN AVFiat i